ব্যবসায়িক প্রবৃদ্ধির অনন্য উদাহরণ গড়ে ২০২৪ সালে ১৬৭ কোটি ৩০ লাখ টাকার একক (স্ট্যান্ড্যালোন) কর পরবর্তী নিট মুনাফা অর্জন করেছে আইডিএলসি ফাইন্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৩% বৃদ্ধি পেয়েছে। একত্রিত (কনসোলিডেটেড) কর পরবর্তী নিট মুনাফার পরিমাণ পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৩২.৩২% বৃদ্ধি পেয়ে ২০০ কোটি ২৮ লাখ টাকায় দাঁড়িয়েছে। শেয়ার প্রতি আয়ও ৩.৬৪ টাকা থেকে বেড়ে ৪.৮২ টাকা হয়েছে। গ্রাহকের আমানত বৃদ্ধি পেয়ে মোট ৮ হাজার ৩৯১ কোটি টাকায় দাঁড়িয়েছে, পাশাপাশি গ্রুপটি সাফল্যের সাথে ১১ হাজার ৩৯৭ কোটি টাকার লোন পোর্টফোলিও ধরে রেখেছে।
ব্যবসায়ের লাভজনকতা ও শেয়ারহোল্ডার মূলধনের যথাযথ উপযোগিতা নিশ্চিতের মাধ্যমে আইডিএলসি’র রিটার্ন অন এক্যুইটি (আরওই) বেড়ে দাঁড়িয়েছে ১০.৩৩% এ; অন্যদিকে রিটার্ন অন অ্যাসেটস (আরওএ) বেড়ে ১.৩৫% হয়েছে, যা প্রতিষ্ঠানের মূল সম্পদের কার্যকরী ও লাভজনক ব্যবহারের প্রমাণ।
উল্লিখিত বছরে ১০৬.১১% মন্দ ঋণের কভারেজ অনুপাত সহ আইডিএলসি’র মন্দ ঋণের (এনপিএল) অনুপাত ছিল ৪.৪৫%, যা প্রতিষ্ঠানটির আগের বছরের অনুপাতের তুলনায় কম এবং আর্থিক খাতের গড়ের তুলনায়ও উল্লেখযোগ্যভাবে কম। এটি আইডিএলসি’র দক্ষ ঋণ ও ঝুঁকি ব্যবস্থাপনার পরিচয় দেয় এবং দীর্ঘমেয়াদি আর্থিক প্রস্তুতি বজায় রাখার ক্ষেত্রে আইডিএলসি’র দৃঢ় প্রতিশ্রুতি তুলে ধরে।
আইডিএলসি-এর পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান- আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড, এবং আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড- ২০২৪ সালেও নিজেদের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে, যা আইডিএলসি গ্রুপের সাফল্যে অবদান রেখেছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর গুলশানে আইডিএলসি কর্পোরেট হেড অফিসে আয়োজিত প্রতিষ্ঠানটির ৩৫১তম পরিচালনা পর্ষদ সভায় ২০২৪ সালের আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়।
বিস্তারিত আর্থিক তথ্য প্রকাশের পাশাপাশি সভায় আইডিএলসি শেয়ারহোল্ডারদের জন্য বছর শেষে মোট ২০% লভ্যাংশ প্রস্তাব করা হয়, যার ১৫% নগদ লভ্যাংশ ও ৫% স্টক (বোনাস) লভ্যাংশ। মূলধন ভিত্তি আরও শক্তিশালী করে তুলতে স্টক লভ্যাংশ ঘোষণা করেছে আইডিএলসি।
প্রতিষ্ঠানের অনন্য প্রবৃদ্ধিতে সন্তুষ্ট আইডিএলসি পরিচালনা পর্ষদের মতে, বছর জুড়ে নানা অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও কৌশলী পদক্ষেপের মাধ্যমে ব্যবসায়ের গতিপথ সঠিক রাখে আইডিএলসি। ২০২৪ সালের এই সাফল্য আইডিএলসি’র সুশাসন, গ্রাহকদের অটুট আস্থা, এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রতিফলন, যা গত চার দশক ধরে প্রতিষ্ঠানটিকে দক্ষতার সাথে সামনে এগিয়ে নিচ্ছে। আগামীতে আইডিএলসি অতীতের তুলনায় আরও বেশি প্রতিশ্রুতিবদ্ধ থাকার মাধ্যমে একটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যতমুখী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে চায়।
মন্তব্য করুন