বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় বিইউবিটি ক্যাম্পাসে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. এবিএম শওকত আলী।
তিনি তার উদ্বোধনী বক্তব্যে বলেন, নববর্ষ বাঙালির আত্মপরিচয় ও সংস্কৃতির বহিঃপ্রকাশ। এই ঐতিহ্যিক উৎসবের মাধ্যমে আমরা অতীতের গৌরবকে স্মরণ করি এবং ভবিষ্যতের পথে এগিয়ে চলার প্রেরণা পাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ। তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের জাতিসত্তা ও ঐতিহ্যকে তুলে ধরে। শিক্ষার্থীদের মাঝে এই সাংস্কৃতিক চেতনা ছড়িয়ে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিইউবিটির ট্রেজারার অধ্যাপক ড. আলী আহমেদ তার বক্তব্যে বলেন, একটি প্রাণবন্ত, আনন্দঘন এবং শিক্ষণীয় পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ডিনরা তাদের বক্তব্যে নববর্ষ উদযাপনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, সংস্কৃতিবোধ ও মিলনমেলার চেতনা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।
দুপুর ২টা থেকে শুরু হয়েছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা গান, নৃত্য, আবৃত্তি, নাটক ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে বাংলা সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরেন।
সারাদিনব্যাপী এই আয়োজনে ছিল বাঙালি ঐতিহ্যের বাহারি সাজ, পান্তা-ইলিশ, হস্তশিল্প ও গ্রামীণ মেলার নানা উপকরণ।
মন্তব্য করুন