বাংলা নববর্ষ উপলক্ষে আশিয়ান গ্রুপের প্রধান কার্যালয়ে উদ্বোধন হলো বৈশাখী উৎসব-১৪৩২।
ওই উৎসব অনুষ্ঠান উদ্বোধন করেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানি উপব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম ভূইয়া, পরিচালক মো. জাহিদুল ইসলাম ভূইয়া, প্রধান নির্বাহী কর্মকতাসহ অন্যান্য পরিচালক ও সব কর্মকর্তা।
মেলা উপলক্ষে আশিয়ান সিটি প্রকল্পে প্লট বিক্রির ওপর আছে নানা ধরনের ছাড় ও উপহার । এককালীন মূল্য পরিশোধের সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন ও ৩০% ডিসকাউন্টসহ আকর্ষণীয় ল্যাপটপ, এ ছাড়াও কিস্তিতে প্লট ক্রয়ের উপর থাকছে ২০% মূল্য ছাড়।
উৎসবের প্রথম দিনই ছিল গ্রাহকদের বেশ সমাগম। মেলায় সবার আপ্যায়নে ছিল বৈশাখী খাবার মিষ্টি, বাতাসা, সন্দেস, কদমা, নকুলদানা, খৈ, মুড়ি মোয়া, পিঠা ইত্যাদি। মেলা চলবে আগামী শনিবার (১৯ এপ্রিল) পর্যন্ত।
মন্তব্য করুন