মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

দুবাই ডার্মা-২০২৫ এ অংশ নিচ্ছে বিখ্যাত স্কিনকেয়ার ব্র্যান্ড সিওডিল

বিশ্বের সর্ববৃহৎ ডার্মাটোলজি প্রদর্শনী ‘দুবাই ডার্মা-২০২৫’ এ অংশ নিচ্ছে মেডিকেটেড স্কিনকেয়ার ব্র্যান্ড সিওডিল। সৌজন্য ছবি
বিশ্বের সর্ববৃহৎ ডার্মাটোলজি প্রদর্শনী ‘দুবাই ডার্মা-২০২৫’ এ অংশ নিচ্ছে মেডিকেটেড স্কিনকেয়ার ব্র্যান্ড সিওডিল। সৌজন্য ছবি

বিশ্বের সর্ববৃহৎ ডার্মাটোলজি প্রদর্শনী ‘দুবাই ডার্মা-২০২৫’ এ অংশ নিতে যাচ্ছে মেডিকেটেড স্কিনকেয়ার ব্র্যান্ড সিওডিল। ত্বক সুরক্ষায় ডক্টর রেকমেন্ডেন্ট এই ব্র্যান্ডের পণ্যের গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী। ত্বক ও চর্মরোগবিদ্যার ক্ষেত্রে বিশ্বের সবচাইতে বড় এই আয়োজনে রিমার্ক এলএলসি ইউএসএর মেডিকেটেড ব্র্যান্ড হিসেবে অংশ নিচ্ছে সিওডিল।

এবারই প্রথম কোনো বিদেশি ব্র্যান্ডের বাংলাদেশে উৎপাদিত পণ্য নিয়ে এ ধরনের প্রদর্শনীতে অংশ নিচ্ছে রিমার্ক। সিওডিলের এই প্রতিনিধিত্ব দক্ষিণ এশিয়ার স্কিনকেয়ার খাতের জন্য একটি মাইলফলক।

সংশ্লিষ্টরা জানান, দুবাই ওয়ার্ল্ড ডার্মাটোলজি অ্যান্ড লেজার কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন (দুবাই ডার্মা) আগামী ১৪-১৬ এপ্রিল দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনে ১১৪টি দেশের ২৫ হাজারের বেশি দর্শনার্থী এবং পৌনে দুই হাজার ব্র্যান্ড অংশ নিচ্ছে। বরাবরের মতো এবারের আয়োজনেও থাকবে বৈজ্ঞানিক সম্মেলন, চর্মরোগ ও কসমেটিকস এবং প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে নানা প্রযুক্তিগত উন্নয়ন নিয়ে কর্মশালা এবং সেমিনার।

এবারের আয়োজনে সিওডিল তাদের পণ্যের প্রদর্শনীসহ ত্বকরোগ ও ত্বক সুরক্ষায় উদ্ভাবিত নতুন পণ্য প্রদর্শন করবে। সিওডিলের হেড অফ বিজনেস সুকান্ত দাস জানান, এবারের দুবাই ডার্মায় উদ্ভাবনী পণ্যের তালিকায় অন্যতম আকর্ষণ থাকবে সিওডিল। এতে অংশ নিচ্ছেন রিমার্ক এলএলসি ইউএসের প্রতিনিধি অলগা ইয়াকাভেনকা ও ওলা জ্যাজাক্সকাওক্সা। তাছাড়া বাংলাদেশের সেরা বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্ট ডা. ঝুমু ক্যান, ডা. জেসমিন মঞ্জুর, ডা. কিউএম মাহবুবুল্লাহ, ডা. রাশেদ মাহমুদ খান, ডা. শারমিনা হক সিওডিলের আমন্ত্রণে এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন।

বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা রেকমেন্ডেড এই ব্র্যান্ডটি সর্বস্তরের ভোক্তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সিওডিলের এই সুদৃঢ় অবস্থানকে বিশ্বব্যাপী আরও ছড়িয়ে দিতেই সিওডিলের দুবাই ডার্মায় অংশগ্রহণ। গ্লোবাল ব্র্যান্ডের বাংলাদেশে উৎপাদিত পণ্য নিয়ে অংশগ্রহণ উৎপাদন খাতে বাংলাদেশের সুনাম আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

তিনি আরও জানান, অ্যাকনি, এজিং, ড্রাইনেস, স্ক্যাল্পের সমস্যাসহ ত্বকের যাবতীয় সমস্যা সমাধানের পাশাপাশি বিভিন্ন ফলপ্রসূ কর্মসূচির মাধ্যমে নিজের ত্বক সম্পর্কে সচেতন হতে সিওডিল তার ভোক্তাদের উৎসাহিত করছে। সিওডিল ছাড়াও রিমার্কের অপরাপর ত্বক সুরক্ষা ব্র্যান্ডগুলোর মধ্যে হালাল সার্টিফিকেশন প্রাপ্ত পণ্যও বিশ্বের সামনে তুলে ধরা হবে। আশা করছি মধ্যপ্রাচ্যসহ হালাল কসমেটিকসের বিশ্ব বাজারে প্রবেশ করতে পারব আমরা।

তিনি বলেন, ইতোমধ্যে সিওডিল মেডিকেল খাতের অন্যতম প্রভাবশালী ‘ওয়ার্ল্ড জার্নাল অব অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড রিভিউস’-এ প্রকাশিত গবেষণা নিবন্ধে সিওডিল শীর্ষ নির্ভরযোগ্য স্কিনকেয়ার পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। স্কিনের নানা সমস্যার কার্যকরী সমাধান সিওডিল ব্র্যান্ডের পণ্যই দিতে পারে বলে যুক্তরাষ্ট্র ভিত্তিক ওই রিসার্চ জার্নালে বলা হয়। আশা করছি এ মেলায় গ্লোবাল মার্কেটে সিওডিল কাঙ্ক্ষিত রপ্তানি আদেশ পাবে।

অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশের (এএসবিএমইবি) জেনারেল সেক্রেটারি জামাল উদ্দীন বলেন, উদ্ভাবনী দক্ষতা, সাশ্রয়ী মূল্য ও গুণগত মানের ওপর জোর দিয়ে রিমার্ক এইচবি লিমিটেড বাংলাদেশের স্কিনকেয়ার শিল্পে নতুন মাত্রা যোগ করেছে।

রিমার্কের নিবিড় গবেষণা ও অত্যাধুনিক উৎপাদন প্রক্রিয়ার সমন্বয়ে সিওডিল ডাক্তার ও রোগী, উভয়ের চাহিদা মেটাতে কার্যকরী ও নিরাপদ স্কিনকেয়ার সমাধান দিয়ে যাচ্ছে। এর ফলে একদিকে আমদানিনির্ভরতা কমিয়ে স্থানীয় উৎপাদনের দিকে ঝুঁকে প্রতিষ্ঠানটি যেমন পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করেছে, তেমনি বিদেশি পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে অর্থনীতিকেও শক্তিশালী করেছে।

তাই এখন থেকে আমাদের বিদেশি নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্যের দিকে তাকিয়ে থাকতে হবে না। কারণ এখন আমাদের দেশেই বিশ্বমানের সেরা পণ্য তৈরি হচ্ছে। এটা স্বস্তির বিষয় যে, আমাদের পণ্য বিশ্বের মানুষের কল্যাণে কাজ করছে। সিওডিল আজ স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে একচ্ছত্র আধিপত্য নিয়ে ক্রেতাদের আস্থার সেরা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।

বাংলাদেশে স্কিন কেয়ার ও কসমেটিকসের অথেন্টিক রিটেল শপ হারল্যান স্টোরসহ সব সেলস চ্যানেলে সিওডিল পণ্য পাওয়া যাচ্ছে।

হারল্যান স্টোরের উপব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, আন্তর্জাতিক মানের এই পণ্য বাজারে সহজলভ্য ও সাশ্রয়ী করায় সিওডিলকে ধন্যবাদ জানাই। সিওডিল এখন স্কিন কেয়ার খাতে শীর্ষ বিক্রিত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। অন্য দেশে তৈরি পণ্যের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশি তৈরি পণ্য শক্ত অবস্থান নিশ্চিত করেছে। দামেও সাশ্রয়ী। অন্য দেশের পণ্য আমদানি হয়ে আসতে আসতে মেয়াদ চলে যায়। তাই গুণগতম্যান নিশ্চিত এবং দামে সাশ্রয়ী হওয়ায় ক্রেতাদের কাছে সিডিলের কদর বাড়ছে।

রিমার্কের ইন্টারন্যাশনাল বিজনেস ডিভিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর রকিবুল ইসলাম বলেন, সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ রিমার্ক এইচবির উৎপাদন প্রক্রিয়া সিজিএমপি (গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস সার্টিফিকেট) এবং আইএসও স্বীকৃত যা নিশ্চিত করে যে, সব পণ্য সর্বোচ্চ গুণগত ও নিরাপত্তা মানদণ্ড অনুসারে তৈরি করা হয়।

এই উৎকর্ষতার প্রতিশ্রুতি রিমার্ক এইচবি লিমিটেডকে বাংলাদেশের স্কিনকেয়ার শিল্পে শীর্ষস্থানীয় হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শুধু তাই নয়, প্রতিষ্ঠানটি ত্বক বিশেষজ্ঞদের অ্যাকনি, অতিরিক্ত মেলানিন (হাইপারপিগমেন্টেশন) এবং আর্দ্রতার অভাবসহ বিভিন্ন ত্বকের সমস্যার জন্য বিশ্বাসযোগ্য, গবেষণাভিত্তিক সমাধান প্রদান করে থাকে।

উল্লেখ্য, লাখো ভোক্তার আস্থা অর্জন করে রিমার্ক এইচবি দক্ষিণ এশিয়ায় মেডিকেটেড স্কিনকেয়ার পণ্য উৎপাদনের কেন্দ্রবিন্দু হওয়ার পথে এগিয়ে চলেছে। গুণগত মান, সাশ্রয়ী মূল্য ও বৈজ্ঞানিক গবেষণাকে অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠানটি এই শিল্পে একটি নতুন সংজ্ঞা রচনা করছে। তারই ধারাবাহিকতায় ত্বকের নানা সমস্যার সমাধানে বিশ্ব স্কিন কেয়ার বাজারে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে রিমার্কের মেডিকেটেড স্কিন কেয়ার ব্র্যান্ড সিওডিল।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এসব কথা জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনবল নেবে ব্র্যাক, পদসংখ্যা নির্ধারিত নয় 

ঢাকায় বইছে ‘অস্বাস্থ্যকর’ বাতাস 

মেলায় ঘুরতে নিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা করল স্বামী

চট্টগ্রামের সিআরবির বস্তিতে ভয়াবহ আগুন

‘আত্মসমর্পণ নয়, যুদ্ধবিরতি চাই’—ফিলিস্তিনি যোদ্ধাদের জবাব

বঙ্গোপসাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা শুরু

গাজায় নিহত আরও ৩৯

দুপুরে মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

১৫ এপ্রিল : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

প্রশাসনের বর্ষবরণে উপস্থাপক ছাত্রলীগ কর্মী, এসিল্যান্ড বললেন কিছু হবে না!

১১

১৫ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

১২

পিঠে বড়শি গেঁথে শূন্যে ঘুরছে মানুষ

১৩

অনর্গল ইংরেজিতে কথা বলে সাড়া ফেলেছেন ট্রাক্টরচালক হৃদয়

১৪

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে কারাগারে যুবক

১৫

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের চাঁদাবাজি থামাতে মানববন্ধন

১৬

আনন্দ শোভাযাত্রায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

১৭

বৈশাখের প্রথম দিনেই শুরু বোরো ধান কর্তন উৎসব

১৮

কালবেলার খবরে সাহায্য মিললেও চিকিৎসা শুরুর আগেই মৃত্যু সাহাদুলের

১৯

ঢাকায় দুর্বৃত্তদের হাতে যুবক খুন

২০
X