দ্বিতীয় এইউএপি ইংরেজি ছাত্র বিতর্ক প্রতিযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব দ্বিতীয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়াও ডিআইইউ ডিবেটিং ক্লাবের জান্নাতুল ফেরদৌস জুসি পুরো প্রতিযোগিতার সেরা নারী বিতার্কিকের পুরস্কার অর্জন করেছেন।
বুধবার (৯ এপ্রিল) ফিলিপাইনের ম্যানিলায় এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ডিআইইউ ডিবেটিং ক্লাবের মডারেটর আফতাব হোসেনের সার্বিক তত্ত্বাবধানে তিনজন প্রতিভাবান বিতার্কিক- জান্নাতুল ফেরদৌস জুসি, অমিত সাহা এবং খান মো. ওমর ফারুকের সমন্বয়ে গঠিত ডিআইইউ ডিবেটিং দল ৮-৯ এপ্রিল ফিলিপাইনের ম্যানিলায় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
দ্য মাস্টার্স ইনস্টিটিউট ডেভেলপমেন্ট অ্যাকাডেমি অ্যান্ড সেমিনারি, এইউএপি এবং রিজাল টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় ২য় রানার আপ হয়ে ডিআইইউ ডিবেটিং ক্লাব বাংলাদেশকে গর্বিত করেছে।
মন্তব্য করুন