পাকিস্তানের জনপ্রিয় গায়িকা আইমা বেগ ১১ এপ্রিল প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ইয়ামাহা মোটরসাইকেলস বাংলাদেশের আসন্ন গ্র্যান্ড ইভেন্টে পারফর্ম করতে।
ইয়ামাহা বাংলাদেশের ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এই ইভেন্টে তিনি তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন, যা সংগীতপ্রেমীদের জন্য হতে যাচ্ছে একটি এক্সক্লুসিভ পারফরম্যান্স ।
আইমা বেগ ২০১৫ সালে একটি টেলিভিশন শোর মাধ্যমে সংগীত জগতে প্রবেশ করেন এবং এরপর ‘লাহোর সে আগে’ চলচ্চিত্রের গানের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। তার কণ্ঠে ‘ফিতুর’ (৩৩.৩ মিলিয়ন ইউটিউব ভিউ), ‘আইটেম নাম্বার’ (২৮.৯ মিলিয়ন ইউটিউব ভিউ) এবং ‘গ্রুভ মেরা’ (২১.২ মিলিয়ন ইউটিউব ভিউ) গানগুলো শ্রোতাদের মাঝে বিশেষ সাড়া ফেলেছে।
ইয়ামাহা বাংলাদেশের এ গ্র্যান্ড ইভেন্টে আইমা বেগের উপস্থিতি সংগীতপ্রেমীদের জন্য এক বিশেষ আকর্ষণের বিষয়। এই ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে তিনি প্রথমবারের মতো বাংলাদেশের দর্শকদের সামনে সরাসরি সংগীত পরিবেশনা করবেন, যা সবার জন্যই স্মরণীয় হয়ে থাকবে।
মন্তব্য করুন