ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ারের সঙ্গে Digital Entrepreneurship and Innovation Ecosystem Development Project, Hi-Tech Park Authority-এর প্রকল্প পরিচালক মঞ্জুর মো. শাহরিয়ার সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২৫ মার্চ) সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন এবং ইনোভেশন হাবের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করা হয়।
মতবিনিময় পর্বে প্রকল্প পরিচালক প্রশিক্ষণার্থীদের স্টার্টআপ তৈরি ও উদ্যোগ গ্রহণের কৌশল সম্পর্কে বিশেষ ব্যাখ্যা দেন। এছাড়াও, তিনি এই প্রকল্পের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী আইডিয়া শোনেন এবং দিকনির্দেশনা প্রদান করেন।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারি সহযোগিতা আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন, যাতে তারা নতুন উদ্ভাবন ও উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারে।
গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এসব কথা জানানো হয়েছে।
মন্তব্য করুন