মতলব টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে স্থানীয় সাংবাদিক ফারুক হোসেনকে আহ্বায়ক ও সুমন আহমেদকে সদস্য সচিব করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে চাঁদপুরের ছেংগারচর বাজারের কার্যালয়ে উপজেলায় কর্মরত স্যাটেলাইট টেলিভিশন সংবাদকর্মীদের নিয়ে এ কমিটি গঠন করা হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন আনন্দ টিভির মতলব প্রতিনিধি ফারুক হোসেন ও সদস্য সচিব হয়েছেন এশিয়ান টিভির সুমন আহমেদ। পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন বিজয় টিভির মতলব প্রতিনিধি কামরুল হাসান রাব্বি, সদস্য আর টিভির ইস্রাফিল খান বাবু ও চ্যানেল এসের মনিরুল ইসলাম মনির।
মন্তব্য করুন