কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

কনকা, গ্রী ও হাইকো ইলেক্ট্রনিক্স পণ্যের বার্ষিক পার্টনার্স মিট সম্মেলন অনুষ্ঠিত

ইলেক্ট্রো মার্ট এর বার্ষিক পার্টনার্স মিট-২০২৫ সম্মেলন। সৌজন্য ছবি
ইলেক্ট্রো মার্ট এর বার্ষিক পার্টনার্স মিট-২০২৫ সম্মেলন। সৌজন্য ছবি

বিশ্ব সেরা ইলেক্ট্রনিক্স কনকা, গ্রী ও হাইকো পণ্যের উৎপাদনকারী ও বিপণনকারী গ্রুপ ইলেক্ট্রো মার্ট এর বার্ষিক পার্টনার্স মিট-২০২৫ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেশের অধিকাংশ পার্টনার সম্মেলনে অংশগ্রহণ করেন।

সম্মেলনের শুরুতে গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম অংশগ্রহণকারী ব্যবসায়িক পার্টনার ও অতিথিদেরকে ধন্যবাদ জানান। তিনি দুই দশকেরও বেশী সময় ধরে বিশ্বসেরা কনকা, গ্রী ও হাইকো ইলেক্ট্রনিক্স পণ্য সামগ্রী দেশের গ্রাহকদের নিকট প্রচার, প্রসার ও বিপণনের জন্য পার্টনারদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, দেশের ইলেক্ট্রনিক্স খাতকে এগিয়ে নিতে কাজ করছে ইলেক্ট্রো মার্ট গ্রুপ। গ্রাহকদের চাহিদা অনুযায়ী সর্বাধিক গুণগত মানসম্পন্ন এবং সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের ইলেকট্রনিক্স পণ্য সরবরাহের নিমিত্তে ইতোমধ্যে নারায়ণগঞ্জে কারখানা স্থাপন করে উৎপাদন পরিচালনা করছে গ্রুপটি এবং প্রতিনিয়ত নিত্য নতুন পণ্য বাজারে সংযোজন করে যাচ্ছে।

সম্মেলনে গ্রুপটির এমডি মো. নুরুল আমিন বলেন, একসময় বাংলাদেশের ইলেক্ট্রনিক্স খাত ছিল সম্পূর্ণ আমদানি নির্ভর। দেশে শিল্প বান্ধব নীতির ফলে তা এখন স্ব-নির্ভর শিল্প খাতে পরিণত হতে চলছে। বিশ্বের নাম্বার ওয়ান কনকা, গ্রী ও হাইকো ইলেক্ট্রনিক্স পণ্য এখন বাংলাদেশে উৎপাদন হচ্ছে। আমরা আশা করছি অচিরেই এ সব ইলেক্ট্রনিক্স পণ্য মেইড ইন বাংলাদেশ নামে বিদেশে রপ্তানি হবে।

সম্মেলনে শুভেচ্ছা বক্তব্যে ডিএমডি মোহাম্মদ নুরুচ্ছাফা বাবু জানান দুই যুগেরও বেশী সময় ধরে কনকা, গ্রী ও হাইকো ইলেকট্রনিক্স পণ্য বিপণনে ভূমিকা পালনকারী পার্টনারদের স্বর্তঃস্ফূর্ত অংশগ্রহণ সম্মেলনকে সফল ও স্বার্থক করছে। এই সুদীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্ষেত্রে সবার সহযোগিতা, নিরলস পরিশ্রম এবং নিরবিচ্ছিন্ন ভালোবাসা ব্যতীত সাফল্য অর্জন সম্ভব হতো না। ফলে সকল কৃতিত্বের মূল দাবিদার আপনারাই।

সম্মেলনে গ্রুপের ডিএমডি মো. নুরুল আফছার বলেন, কনকা, গ্রী ও হাইকো ইলেক্ট্রনিক্স পণ্যসামগ্রী এখন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি ঘরে ঘরে। যার সব কৃতিত্ব আমাদের পার্টনারদের এবং তাদের অকৃত্রিম ভালোবাসা। কনকা, গ্রী ও হাইকো ইলেক্ট্রনিক্স পণ্যের বিশেষ বৈশিষ্ঠ্য, গুণগতমান, গ্রহণযোগ্যতা, বিক্রয়োত্তর সেবা এবং সাশ্রয়ী মূল্যের কারণে বর্তমানে বিশ্বব্যাপী গ্রাহকদের প্রথম পছন্দ। তিনি কনকা, গ্রী ও হাইকো পণ্যের নতুন মডেল সমূহের বিশেষ বৈশিষ্ট, সুবিধা ও গুণাগুণ পার্টনারদের নিকট তুলে ধরেন।

এ ছাড়া সম্মেলনে পার্টনারগণ কনকা, গ্রী ও হাইকো পণ্যের বিপণনে সন্তুষ্ট প্রকাশ করেন এবং দেশের প্রত্যেক এই পণ্যের ব্যাপক চাহিদার বিষয়টি তুলে ধরেন। পার্টনারগণ আশা প্রকাশ করেন যে খুব স্বল্প সময়ের মধ্যে কনকা, গ্রী ও হাইকো পণ্য বাংলাদেশের ইলেক্ট্রনিক্স পণ্যের বাজারে শীর্ষ স্থানে অবস্থান করবে।

সম্মেলনে কনকা আইসক্রিম ফ্রিজারের একটি নতুন মডেল এবং শোকেস ফ্রিজারের তিনটি নতুন মডেলের মোড়ক উম্মোচন করা হয়। সম্মেলন শেষে ২০২৪ সালের পারফরম্যান্সের ভিত্তিতে শীর্ষ স্থানীয় পার্টনাদেরকে সম্মাননাসহ ক্রেস্ট প্রদান করা হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রুপের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ ঊন নেওয়াজ, নুরুল আজিম সানি, জিএম মাহমুদুন নবী চৌধুরীসহ অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডব্লিউএইচও ও এফসিটিসি নিয়ে বিশ্বব্যাপী বিতর্ক

আশুলিয়া-সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ১০

রাজশাহীতে ডেভিল হান্টের তিনজনসহ গ্রেপ্তার ১৬ জন

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে সীমান্তে যুবক আটক

তামাকের আগ্রাসন দীঘিনালায়, হুমকিতে জনস্বাস্থ্য

যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল : নেতানিয়াহু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বগুড়ায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

দক্ষিণ ঢাকায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে দেব না : ইশরাক

সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতের পাশে তারেক রহমান

কোহলির শতরানে পাকিস্তানের স্বপ্নভঙ্গ

১০

জমিয়তে উলামায়ে ইসলাম ও এবি পার্টির দ্বিপক্ষীয় বৈঠক

১১

ফাঁকা পড়ে আছে আশ্রয়ণ প্রকল্পের ঘর, বারান্দায় খড়ের স্তূপ

১২

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বহিষ্কার

১৩

জঙ্গি নাটকে পাঁচ বছর কারাগারে খুবির দুই শিক্ষার্থী

১৪

স্টুডিওতে ছবি তুলতে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ মাদ্রাসাছাত্রীর

১৫

গাজী মুনছুর আজিজের ভ্রমণগল্প ‘পাখির খোঁজে বাংলাজুড়ে’র প্রকাশনা উৎসব

১৬

সংবাদ সম্মেলনে বিএনপি নেত্রী শিরীন / ‘আধা শতাংশ জমির দাম ১০ কোটি কীভাবে হয়?’

১৭

জানা গেল ফিলিস্তিনি বন্দিদের মুক্তি না দেওয়ার কারণ

১৮

ধর্ষণের শিকার দাবি করা সেই শিক্ষার্থীর বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

১৯

নিয়োগ পেলেও চাকরি নেই, যোগদানের দাবিতে শ্রমিকদের অনশন

২০
X