ভাষা শহীদদের রক্তে লেখা আমাদের এক গৌরবময় অধ্যায় ২১ ফেব্রুয়ারি-মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি আমাদের জাতির আত্মপরিচয়ের প্রতীক, মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য আত্মত্যাগের এক মহিমান্বিত দৃষ্টান্ত। ভাষা শহীদদের স্মরণ করতে ‘তারুণ্যের চেতনায় একুশ’ স্লোগানকে সামনে রেখে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ তার ক্যাম্পাস প্রাঙ্গনে দিবসটির আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, শিক্ষক-শিক্ষার্থীরা একত্রে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সমবেত কণ্ঠে গান পরিবেশন হয়। ভাষা আন্দোলনের গুরুত্ব, বাংলার মর্যাদা, এবং মাতৃভাষার জন্য আন্দোলনের তাৎপর্য সম্পর্কে বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এই অনুষ্ঠানটি হয়ে ওঠে একটি শিক্ষামূলক ও স্মৃতিময় মুহূর্ত। অনুষ্ঠানটি আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে সিইউবি মিডিয়া অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবকে।
মন্তব্য করুন