সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে স্কয়ার গ্রুপের নামে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্কয়ার গ্রুপ।
সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে স্কয়ার গ্রুপ জানিয়েছে, সম্প্রতি অজ্ঞাত পরিচয়ের কিছু অসাধু ব্যক্তি Square International নামে একটি ফেসবুক পেজ তৈরি করে Square Group-এর জন্য ফান্ড সংগ্রহ করার চেষ্টা করছে। Square Group-এর পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হচ্ছে, এ ধরনের প্রতারণামূলক কাজের সঙ্গে Square Group-এর কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, Square Group-এর স্টেকহোল্ডার, শেয়ারহোল্ডার ও শুভানুধ্যায়ীদের এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হবার জন্য অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি ফেক ফেসবুক পেইজটির ফাঁদে পা দিয়ে প্রতারিত না হওয়ার জন্যেও সবাইকে সতর্ক করা হচ্ছে।
উল্লেখ্য, অসাবধানতা বা অজ্ঞতাবশত কোনো ব্যক্তি উল্লিখিত পেজটির প্রতারণায় ক্ষতিগ্রস্ত হলে Square Group কোনোভাবেই এর দায়দায়িত্ব বহন করবে না।
মন্তব্য করুন