কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

এপেক্স নিয়ে এলো নতুন ঈদ কালেকশন

বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫। ছবি : সংগৃহীত

জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫। শনিবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফ্যাশন ঐতিহ্য, উদ্ভাবনী ডিজাইন এবং টেকসই উৎপাদনকে উৎসাহিত করতে আয়োজিত এ ফ্যাশন শো-তে এপেক্স তাদের ঈদ ২০২৫-এর নতুন কালেকশনও লঞ্চ করে। একইসঙ্গে এপেক্স ঈদের জন্য বিশেষভাবে ডিজাইন করা তাদের ম্যাভেরিক ব্র্যান্ডের পোশাকের নতুন লাইন নিয়ে আসে এ অনুষ্ঠানে।

বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসির আয়োজিত এ ফ্যাশন শোর প্রধান পৃষ্ঠপোষক এপেক্স ফুটওয়্যার লিমিটেড। গত বছর প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি এ বছরও দেশ-বিদেশের ফ্যাশন উদ্যোক্তা, ক্রেতা এবং ফ্যাশনপ্রেমীদের একই মঞ্চে নিয়ে এসেছে। দেশবরেণ্য নানা ব্র্যান্ড তাদের বিশেষ কালকেশন নিয়ে অংশগ্রহণ করে এ ফ্যাশন শোতে। এতে বেশ কিছু নতুন ডিজাইনার এবং বুটিক ব্র্যান্ডও অংশ নিয়েছে।

এপেক্স বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫-এর রেড কার্পেট মিট অ্যান্ড গ্রিট পর্ব শুরু হয় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। পরে ৭টা ৩০ মিনিট থেকে শুরু হয় মূল ফ্যাশন শো- যেখানে এপেক্সের পাশাপাশি অংশগ্রহণ করে বিশ্বরঙ, লুসোবেলা, আমিরা, এ জি, লেবেল ইমাম হাসান, ফিট এলিগেন্স, পিঙ্কি প্রমিস বাই নিতি এবং ডিজাইনার শৌমিন আফরিন। নন্দিত মডেল এবং অভিনেত্রীরা এ ফ্যাশন শো-তে শো-স্টপার হিসেবে ভূমিকা রাখেন।

এপেক্সের জন্য শো-স্টপার হিসেবে আসেন জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি।

বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫-এর মূল আকর্ষণই ছিল ঈদ-২০২৫ এ এপেক্সের নতুন কালেকশন লঞ্চ। ঈদকে সামনে রেখে প্রতি বছরই এপেক্স নতুন নতুন ডিজাইন বাজারে নিয়ে আসে। দেশীয় ক্রেতাদের চাহিদা মাথায় রেখে নতুনভাবে সাজানো এ বছরের কালেকশনের দেখা মেলে এ ফ্যাশন শোতে। এপেক্সের বিভিন্ন সাব-ব্র্যান্ড যেমন মুচি, ভেনচুরিনি, ম্যাভেরিক-এর ভিন্নধর্মী নতুন ডিজাইন ও স্টাইলের জুতা প্রদর্শন করা হয় বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫-এ।

এপেক্সের জুতা যে কোনো ঋতুতে এবং অনুষ্ঠানে পরার উপযোগী, তা এ শোর মাধ্যমে তুলে ধরা হয়। তাদের নতুন কালেকশনে মেয়েদের জন্য যেমন রয়েছে রোজদিনের কমফোর্টেবল জুতা, সঙ্গেই আছে যে কোনো প্রোগ্রামে পরার মতো পার্টি জুতা। মেয়েদের জুতা কালেকশনের একটি বড় অংশজুড়ে আসছে বাহারি ডিজাইনের মিউল স্যান্ডেল।

ছেলেদের জুতার কালেকশনে বরাবরের মতোই রয়েছে বিভিন্ন স্টাইলের চামড়ার জুতা। ছেলেদের জন্য চামড়ার স্যান্ডেলে অভিনব ডিজাইন এনেছে এপেক্স। সঙ্গে নজরকাড়া ফর্মাল জুতা তো আছেই। এবারের ঈদে এপেক্সের ম্যাভেরিক ব্র্যান্ড পোশাকের নতুন লাইন নিয়ে এসেছে। এখানে থাকছে ছেলেদের শার্ট, টি-শার্ট, প্যান্ট, জ্যাকেটসহ অন্যান্য কাপড়ের কালেকশন।

ফ্যাশন শোর পাশাপাশি এ অনুষ্ঠানে দেশের সেরা মডেলদের সম্মাননাও জানায় বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি। সম্পূর্ণ ফ্যাশন শোটি সঞ্চালনা করেন বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসির সহ-প্রতিষ্ঠাতা আশিকুর রহমান পনি।

এপেক্স এ আয়োজনের প্রধান স্পন্সর। কো-হোস্ট হিসেবে আছে ডেইলি স্টার। এছাড়াও অন্যান্য সহযোগীদের মধ্যে লিগ্যাসি পার্টনার বার্জার, কো-পার্টনার মিতসুবিশি এবং সহযোগী পার্টনার হিসেবে আছে লেসার ট্রিট। অনুষ্ঠানের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে জেনিথ স্ট্র্যাটেজিস ও মেকআপ পার্টনার হিসেবে রয়েছে অরা বিউটি লাউঞ্জ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুতিনের যে শর্ত মানলে বন্ধ হবে ইউক্রেন যুদ্ধ

প্রাথমিকের তৃতীয় ধাপে নিয়োগের দাবিতে আজও শাহবাগে অবস্থান

ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন : ইসি সানাউল্লাহ

রুয়েটের প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

কিম কার্দাশিয়ান ও কাইলি জেনারকে অনুসরণ করেন নুসরাত ফারিয়া

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ লিখে পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বিমানবন্দরে ২ বিমানের সংঘর্ষ

ট্রাকে আসছিল ৯৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ 

চাঁদা দাবির অভিযোগে জামায়াত কর্মী বহিষ্কার

১০

গোপালগঞ্জে জামায়াতে ইসলামীর শোভাযাত্রা

১১

সাবেক এমপি মজিদ খান কারাগারে

১২

সরকারের উদ্দেশে এবি পার্টি / জনগণ চূড়ান্তভাবে বিরক্ত হওয়ার আগেই দায়িত্বশীলতার প্রমাণ দিন

১৩

চ্যাম্পিয়ন্স ট্রফি: বাংলাদেশের ম্যাচে কারা আম্পায়ার?

১৪

অপারেশন ডেভিল হান্টে যশোরে গ্রেপ্তার ২৪

১৫

৫ আগস্ট ছাত্র-জনতাকে যেভাবে সাহায্য করেছিল র‍্যাব হেডকোয়ার্টার

১৬

অপারেশন ডেভিল হান্ট অভিযানে কুমিল্লায় গ্রেপ্তার ১৩

১৭

নোয়াখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল দুই শিশুর

১৮

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসারায়েলে তাণ্ডব, বাস্তুচ্যুত ৩৫ হাজার

১৯

আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিতে পুলিশকে মারধর, স্বেচ্ছাসেবক দল নেতা আটক

২০
X