আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) ফিলিপ সি. জেসাপ ইন্টারন্যাশনাল ল মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৫-এর নবম বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি-এর ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য জনাব ইশতিয়াক আবেদীন এবং এআইইউবি-এর উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং ইলসা চ্যাপ্টার্স বাংলাদেশ-এর ন্যাশনাল কো-অর্ডিনেটর নূরান চৌধুরী।
এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবি-এর প্রো-উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, ডিন, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগিরা।
ফিলিপ সি. জেসাপ ইন্টারন্যাশনাল ল মুট কোর্ট প্রতিযোগিতা আইন শিক্ষার্থীদের জন্য বিশ্বের অন্যতম প্রাচীন এবং মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা। বাংলাদেশ কোয়ালিফাইয়িং পর্ব বর্তমানে বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম এবং দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম যোগ্যতা পর্ব হিসেবে স্বীকৃত। এ বছর, ৪৪টি বিশ্ববিদ্যালয়ের দল এবং ৪টি পর্যবেক্ষক দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, যা বাংলাদেশের আইন শিক্ষার ক্রমবর্ধমান সক্ষমতার পরিচায়ক। ২০২৫ সালের বাংলাদেশ কোয়ালিফাইয়িং পর্ব আয়োজনের পৃষ্ঠপোষকতায় রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং হার্থ বাংলাদেশ।
মন্তব্য করুন