ল্যাক্সফো ইলেকট্রনিক্স লিমিটেড তাদের নতুন এসি-ডিসি রিচার্জেবল ফ্যান উন্মোচন করেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে ল্যাক্সফো করপোরেট অফিসে আয়োজিত জমকালো এ ইভেন্টে ব্র্যান্ডটির উদ্ভাবন, গুণগত মান এবং স্থায়িত্বের প্রতিশ্রুতি তুলে ধরা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল্যাক্সফো ইলেকট্রনিক্সের পরিচালক মোহাম্মদ আমান আবরার, নির্বাহী পরিচালক (অপারেশনস) মোহাম্মদ সাজেদুল করিম, বিক্রয় প্রধান তৌসিফ আহমেদ, গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) ইনচার্জ তন্ময় আচার্য এবং সহকারী ব্যবস্থাপক (পরিকল্পনা ও বাস্তবায়ন) নাফিসা রায়হানা।
ল্যাক্সফো কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের প্রয়োজনের কথা মাথায় রেখে ডিজাইন করা তিনটি নতুন এসি-ডিসি রিচার্জেবল মডেল উন্মোচন করা হয়েছে। নতুন মডেলগুলোর মধ্যে রয়েছে ১৬-ইঞ্চি ডুয়েল ব্যাটারি ফ্যান, ১৪-ইঞ্চি এলইডি লাইট ও মোবাইল চার্জিং সুবিধাসহ ফ্যান এবং দেশের প্রথম ইন্টেলিজেন্ট ডিজিটাল ডিসপ্লে ফ্যান।
ল্যাক্সফোর পরিচালক মোহাম্মদ আমান আবরার বলেন, ল্যাক্সফোর লক্ষ্য সবসময়ই উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে সেরা মানের ইলেকট্রনিক প্রোডাক্ট সরবরাহ করা। আমাদের নতুন এসি-ডিসি রিচার্জেবল ফ্যানগুলো লোডশেডিংয়ের সময়ও আরামদায়ক বাতাসের নিশ্চয়তা দিবে।
ল্যাক্সফোর বিক্রয় প্রধান তৌসিফ আহমেদ বলেন, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং কাস্টমাইজেবল স্পিড কন্ট্রোলের কারণে এ ফ্যানগুলো গ্রাহকদের জন্য নতুন মাত্রা তৈরি করবে।
ল্যাক্সফো ইলেকট্রনিক্স লিমিটেড বাংলাদেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল পণ্য প্রস্তুতকারক, যারা উদ্ভাবন ও গুণগত মানের মাধ্যমে গ্রাহকদের চাহিদা পূরণে অঙ্গীকারবদ্ধ। প্রতিটি পণ্য কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে পরীক্ষা করা হয়, যাতে সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করা যায়। প্রিমিয়াম এলইডি লাইট, সুইচ, সকেট, ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহের পাশাপাশি ল্যাক্সফো গ্রাহকদের সঠিক পণ্য নির্বাচন ও বিক্রয়োত্তর সাপোর্ট প্রদান করে। সাশ্রয়ী দামে সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করাই ল্যাক্সফোর প্রতিশ্রুতি।
নতুন ল্যাক্সফো রিচার্জেবল ফ্যানগুলো এখন দেশের সকল অনুমোদিত ডিলার পয়েন্ট ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।
মন্তব্য করুন