দ্য পিপলস্ ইউনিভার্সিটি অব বাংলাদেশে প্রতি বছরের মতো এ বছরও আয়োজন করেছে ‘পিঠা উৎসব-১৪৩১’।
রোববার (২ ফেব্রুয়ারি) সকালে পিইউবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মাহবুবুজ্জামান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শাহ নুরুন্নবী, প্রক্টর মো. হাবিবুর রহমানসহ সব বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে ফিতা কেটে পিঠা উৎসবটির উদ্বোধন করেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য সচিব মুহম্মদ নাজমুল হাসান।
এ উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিইউবির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য মাহমুদুর রহমান সুমন এবং এনএপিডির পরিচালক ড. নুরুজ্জামান।
এ পিঠা উৎসব উপলক্ষে পিইউবি প্রাঙ্গণ বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে। নান্দনিক সাজে সজ্জিত বিভিন্ন স্টলগুলোতে হরেকরকম মুখরোচক পিঠা-পুলির পসরা সাজিয়ে বসেছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
এছাড়াও দিনব্যাপী এ উৎসবে দুপুর থেকে রাত পর্যন্ত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন