মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০৬:৪৭ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের এনআইএমএস বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট পেলেন ড. সবুর খান

ভারতের এনআইএমএস বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর ড. বলভীর এস তোমার ডিআইইউ’র প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খানের কাছে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি হস্তান্তর করেন। ছবি : সংগৃহীত
ভারতের এনআইএমএস বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর ড. বলভীর এস তোমার ডিআইইউ’র প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খানের কাছে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি হস্তান্তর করেন। ছবি : সংগৃহীত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে ভারতের জয়পুরের এনআইএমএস বিশ্ববিদ্যালয়। সোমবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তাকে এ ডিগ্রি দেওয়া হয়।

শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন এবং বিশ্বব্যাপী নেতৃত্বে ড. মো. সবুর খানের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মান সূচক এ ডিগ্রি প্রদান করা হয়। সমাবর্তন অনুষ্ঠানে মেক্সিকো সিইটিওয়াইএস ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. ফার্নান্দো লিওন-গার্সিয়া, জর্জিয়ার ককেশাস ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. কাখা শেঙ্গেলিয়া এবং ভারতের এনআইএমএস বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যাপক ড. বলভীর এস তোমারসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিমন্ডলে উচ্চশিক্ষার রূপান্তর করার ক্ষেত্রে দূরদর্শী দৃষ্টিভঙ্গির পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা এবং একাডেমিয়ায় উদ্ভাবনে ভূমিকার জন্য ড. মো. সবুর খান এ স্বীকৃতি অর্জন করেন। এ ডিগ্রি ড. সবুর খানের প্রশংসার ও অর্জনের তালিকাকে আরও সম্প্রসারিত করার পাশপাশি শিক্ষা ও উদ্ভাবনে বিশ্বব্যাপী নেতা হিসেবে তার খ্যাতি আরও মজবুত করবে।

ড. মো. সবুর খান ২০২৩-২৪ এর জন্য এশিয়া ও প্যাসিফিকের বিশ্ববিদ্যালয়গুলির সমিতির (AUAP) সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, এরমধ্যে উল্লেখযোগ্য হল অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) ট্রেজারার-ইলেক্ট ও স্থায়ী কমিটির সদস্য এবং এইউএপি-এর উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান।

সমাবর্তন অনুষ্ঠানে প্রতিক্রিয়ায় ড. সবুর খান এ স্বীকৃতির জন্য এনএমআইএস বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই স্বীকৃতি শুধু একটি ব্যক্তিগত মাইলফলকই নয় বরং এটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন এবং শিক্ষায় উৎকর্ষ ড্রাইভিংয়ে সম্মিলিত প্রচেষ্টার একটি প্রমাণ, বলে ড. খান মন্তব্য করেন।

উল্লেখ্য, এনআইএমএস (NIMS) বিশ্ববিদ্যালয় ভারতের উচ্চশিক্ষার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি, যা একাডেমিক শ্রেষ্ঠত্ব, গবেষণা এবং উদ্ভাবনের প্রতিশ্রুতির জন্য বিখ্যাত। জয়পুরের রাজস্থানে অবস্থিত এনআইএমএস (NIMS) ইউনিভার্সিটি বিভিন্ন ধরণের প্রোগ্রাম প্রদান করে এবং সমাজে প্রভাবশালী অবদানকে উৎসাহিত করার জন্য স্বীকৃত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরে মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

১৫ এপ্রিল : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

প্রশাসনের বর্ষবরণে উপস্থাপক ছাত্রলীগ কর্মী, এসিল্যান্ড বললেন কিছু হবে না!

১৫ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

পিঠে বড়শি গেঁথে শূন্যে ঘুরছে মানুষ

অনর্গল ইংরেজিতে কথা বলে সাড়া ফেলেছেন ট্রাক্টরচালক হৃদয়

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে কারাগারে যুবক

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের চাঁদাবাজি থামাতে মানববন্ধন

আনন্দ শোভাযাত্রায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

১০

বৈশাখের প্রথম দিনেই শুরু বোরো ধান কর্তন উৎসব

১১

কালবেলার খবরে সাহায্য মিললেও চিকিৎসা শুরুর আগেই মৃত্যু সাহাদুলের

১২

ঢাকায় দুর্বৃত্তদের হাতে যুবক খুন

১৩

কুয়েটের ৩৭ শিক্ষার্থী বহিষ্কার, হল খুলবে ২ মে

১৪

দেশে ঈমানদার মুসলমানের বড্ড অভাব : ফয়জুল করিম

১৫

ব্যতিক্রমী আয়োজনে ন্যাশনাল পিপলস যুব পার্টির নববর্ষ উদযাপন

১৬

‘সুস্থ আছেন তোফায়েল আহমেদ’

১৭

‘বৈশাখীর চেতনা ধারণ করলে সফলতা অর্জন করতে পারবো’

১৮

মেলার নাগরদোলায় চড়িয়ে স্ত্রীকে জবাই করল স্বামী

১৯

রাতের আঁধারে নির্বাচিত হতে চাই না : কৃষক দলের সাধারণ সম্পাদক

২০
X