কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে নবীন বরণ এবং বিদায় অনুষ্ঠান

নবীন বরণ এবং বিদায় অনুষ্ঠান। ছবি : সৌজন্য
নবীন বরণ এবং বিদায় অনুষ্ঠান। ছবি : সৌজন্য

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের স্প্রিং ২০২৫ ব্যাচের নবীন বরণ এবং সামার ২০২৪ ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়ামে আইন বিভাগ কর্তৃক এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপচার্য, প্রফেসর ড. এইচ এম জহিরুল হক। তিনি তার বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, এটি ব্যক্তিত্ব-চরিত্র গঠন এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখার একটি প্রধান উপায়। শিক্ষার্থীদের জীবনে দৃঢ় লক্ষ্য স্থির করে সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তা অর্জনের চেষ্টা করতে হবে।

অনুষ্ঠানটিতে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহসান। তিনি তার বক্তব্যে উচ্চশিক্ষার গুরুত্ব ও ভূমিকা তুলে ধরেন এবং নবীন শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত উৎকর্ষ অর্জনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তিনি উল্লেখ করেন, আইন খুবই বিস্তৃত একটি বিষয় এবং বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম চাহিদাসম্পন্ন বিষয় ‘আইন’। প্রথাগত বিষয়গুলোর বাইরে এসে এ বিষয়ের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা এখন আকাশচুম্বী।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার এ বিষয়ের ভবিষ্যৎ চাহিদার কথা বিবেচনা করে একটি স্বতন্ত্র ও পৃথক সার্ভিস কমিশন গঠন করে যার নাম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং পরিচালক (জনসংযোগ) এ এস এম জি ফারুক। তিনি তার বক্তব্যে আইন শিক্ষার বহুমুখী দিক তুলে ধরেন এবং উল্লেখ করেন, সিইউবির আইন বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন মুট কোর্ট প্রতিযোগিতায় শীর্ষস্থান দখল করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালে টিয়াইবি কর্তৃক আয়োজিত ৩য় দুর্নীতি বিরোধী মুটকোর্ট প্রতিযোগিতায় ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। এমনকি এ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন বলেও তিনি জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মোহাম্মদ সানজাদ শেখ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় জীবনের গুরুত্ব ও সময়ের সঠিক ব্যবহার এবং প্রাত্যহিক জীবনে আইন এর প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন।

এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর এবং পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) তাদের বক্তব্যে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ তথ্য ও দিকনির্দেশনা প্রদান করেন।

আইন বিভাগের সাবেক ও নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের পাশে থাকার ঘোষণা দিয়েছে কি ছাত্রলীগ?

মালয়েশিয়ায় জুনিয়র টাইগারদের সংবর্ধনা

ঢাকা বিমানবন্দরে ৩১ বোতল বিদেশি মদ উদ্ধার

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশকে সহায়তা করবে ইউএনএইচসিআর

সিএসইর নতুন লেনদেনের সময়সূচি প্রত্যাহারের দাবি ডিবিএর

বিজেসির নতুন সদস্য সচিব আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন

সাতছড়ি উদ্যানে ভালুক, জনসাধারণের চলাচলে বন বিভাগের সতর্কতা

মালয়েশিয়ায় ৭ দিনে ১০ হাজার পাসপোর্ট বিতরণ

সাতক্ষীরায় অস্ত্র ও ককটেলসহ দুই সন্ত্রাসী আটক

যৌতুক না পেয়ে শ্যালকের বউ নিয়ে গেল বাবুল

১০

ঢাবি এলাকার গাছে ঝুলতে থাকা লাশের পরিচয় মিলেছে

১১

ইরানে আবারও বিমান বিধ্বস্ত

১২

নীতিবহির্ভূতভাবে দীর্ঘদিন পদ দখল / ছাত্রদের আন্দোলনের মুখে এনইউবিটি থেকে জহির উদ্দিনের পদত্যাগ

১৩

বগুড়ায় আ.লীগ নেতা রানা কারাগারে

১৪

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না দুই কলেজ শিক্ষার্থীর

১৫

আবাসন পরিদপ্তরের উচ্চমান সহকারী তৈয়বুর কারাগারে

১৬

অমর একুশে উদযাপন উপলক্ষে ঢাবিতে প্রস্তুতি সভা

১৭

পিলখানা হত্যাকাণ্ড / আরও ১৭৮ জোয়ানের জামিননামা দাখিল, যাচ্ছে কারাগারে

১৮

জাতিসংঘের মহাসচিবের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ

১৯

জলবায়ু ন্যায্যতার জন্য সম্মিলিত উদ্যোগের আহ্বান পরিবেশ উপদেষ্টার

২০
X