রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন-৯ ন্যাশনাল কনফারেন্স।
মঙ্গলবার (২১ জানুয়ারী) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি)এটি অনুষ্ঠিত হয়েছে।
এ দিন, ১০০ প্রতিযোগীকে ভবিষ্যতের ইনোভেশন মাস্টারমাইন্ড হওয়ার জন্য ‘ইয়েস কার্ড’ প্রদান করা হয়। এছাড়াও, প্রতিযোগী ৪টি জোন থেকে ৫ জন করে শীর্ষ ২০ প্রতিযোগীকে ৫,০০০ টাকা করে মোট ১,০০,০০০ টাকার প্রাইজ মানি প্রদান করা হয়।
এর আগে, ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে যাত্রা শুরু করে টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন ৯। ন্যাশনাল কনফারেন্সে প্রতিযোগিতার জন্য সারা দেশের ২৫টি টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের আড়াই হাজারের বেশি শিক্ষার্থী টিটিএইচ ক্যাম্পাস ড্রাইভ এবং সেমিনারে অংশগ্রহণ করে। পরবর্তীতে ভিডিও অডিশন, ইনোভেশন আইডিয়া অডিশন এবং এমসিকিউ পরীক্ষার মাধ্যমে প্রতিযোগীদের মধ্যে থেকে ১০০ জনকে নির্বাচিত করা হয়।
বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন- টিটিএইচ জাজেস প্যানেলের চেয়ারম্যান প্রফেসর ড. আইয়ুব নবী খান, প্রো-ভিসি, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এবং সদস্য সচিব মোহাম্মদ আব্বাস উদ্দিন (শিয়াক), সহকারী অধ্যাপক, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়।
টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের সিওও ইউসুফ আবু আবদুল্লাহ ‘উদ্ভাবনের প্রস্তুতি’ শীর্ষক একটি ট্রেনিং সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সব অংশগ্রহণকারীকে সার্টিফিকেট প্রদান করা হয়।
নির্বাচিত এই ১০০ জন ভবিষ্যৎ ইনোভেশন মাস্টারমাইন্ডকে বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পের সাথে সংযুক্ত করা হবে এবং প্রশিক্ষণ ও গ্রুমিং, আইডিয়া অডিশন, অ্যাপটিটিউড টেস্ট এবং নিবিড় তত্ত্বাবধানে গবেষণা বা উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তাদের ইনোভেশন মাস্টারমাইন্ডে রূপান্তরিত করা হবে।
টেক্সটাইল ট্যালেন্ট হান্ট টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের ৩০টিরও বেশি অংশীদার কারখানাকে ইন্ডাস্ট্রি এক্সপার্টদের তত্ত্বাবধানে প্রকল্পগুলো সম্পন্ন করার জন্য সম্পৃক্ত করবে। প্রকল্পগুলো টেক্সটাইল এবং পোশাক শিল্পে তাৎক্ষণিক ফলাফল প্রদান করবে। ইন্ডাস্ট্রি এক্সপার্ট, শিক্ষাবিদ এবং টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের নিজস্ব সমন্বয়কারীরা এই প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য কাজ করবেন।
সেরা ১০০ ইনোভেশন মাস্টারমাইন্ড ৩০ লাখ টাকা সমমানের প্রশিক্ষণ পাবেন এবং তারা অতিরিক্ত ১২ লাখ টাকা পর্যন্ত বৃত্তি পাবেন।
প্রতিযোগিতার পর গ্র্যান্ড ফিনালেতে গ্রুপ এবং ব্যক্তিগত উভয় বিভাগে চ্যাম্পিয়ন এবং প্রথম রানারআপ এবং দ্বিতীয় রানারআপদের মোট ৬,৫০,০০০ টাকা প্রাইজমানি দেওয়া হবে।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে দুটি প্যানেল ডিসকাশনের আয়োজন করা হয়- ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ এবং ইনোভেশন পার্টনারস প্যানেল ডিসকাশন। অধ্যাপক ইঞ্জিনিয়ার এমএ কাশেম, প্রাক্তন উপাচার্য, বুটেক্স; অধ্যাপক ড. আইয়ুব নবী খান প্রো-ভিসি, বিইউএফটি; ড. এএনএম আহমেদ উল্লাহ, সহযোগী অধ্যাপক, সাউথইস্ট ইউনিভার্সিটি; জিএম ফয়সাল, সহযোগী অধ্যাপক, নর্দার্ন ইউনিভার্সিটি; ইঞ্জিনিয়ার আসিফ মুহাম্মদ সামি, বিশিষ্ট শিল্প পরামর্শদাতা, ড. মোহাম্মদ আব্বাস উদ্দিন (শিয়াক), সহকারী অধ্যাপক, বুটেক্স এবং ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন, সদস্য সচিব, আইটিইটি ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ প্যানেল ডিসকাশনে অংশগ্রহণ করেন। তারা সবাই টেক্সটাইল শিল্পে উদ্ভাবনের গুরুত্বের উপর জোর দেন। তারা টেক্সটাইল ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার মাধ্যমে টেক্সটাইল শিল্পে এই ধরনের উদ্ভাবনকে অনুপ্রাণিত করার জন্য টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের প্রশংসা করেন।
টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের প্রতিষ্ঠাতা ও সিইও তারেক আমিন প্যানেল আলোচনা সঞ্চালনা করেন। ইনোভেশন পার্টনারস প্যানেল আলোচনায়, ইঞ্জিনিয়ার মো. শামসুজ্জামান নাসিম সিআইপি, যুগ্ম আহ্বায়ক আইটিইটি এবং ব্যবস্থাপনা পরিচালক, মাইক্রো ফাইবার গ্রুপ; ড. হাসিব উদ্দিন, চেয়ারম্যান, এপিএস গ্রুপ; ইঞ্জিনিয়ার মো. আবদুস সোবহান সিআইপি, ব্যবস্থাপনা পরিচালক আউকো-টেক্স গ্রুপ; মাহবুব আলম মিল্টন, নির্বাহী পরিচালক, মাসকো গ্রুপ; ইঞ্জিনিয়ার শামীম রহমান, পরিচালক, সাউথ ওয়েস্ট কম্পোজিট লিমিটেড; ইঞ্জিনিয়ার শফি উদ্দিন, সিওও (অপারেশন) অ্যালায়েন্স নিট কম্পোজিট লিমিটেড; মো. আজহার আলী, সিওও, সালমা গ্রুপে এবং সুলতান মাহবুবুল হক, পরিচালক (অ্যাডমিন, এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স), ফকির ফ্যাশন উপস্থিত ছিলেন। ফ্যাক্টরি পার্টনার হিসেবে তারা টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন ৯-এর সব প্রতিযোগীকে নিজ নিজ প্রকল্প বাস্তবায়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
টেক্সটাইল ট্যালেন্ট হান্ট টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যা শিল্প খাতে উদ্ভাবনকে অনুপ্রাণিত করে। টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন ৯-এর টাইটেল স্পন্সর সেন্ট্রো টেক্স লিমিটেড, পাওয়ার্ড বাই স্পন্সর ইউরোডাই-সিটিসি, প্লাটিনাম স্পনসর ডাইসিন গ্রুপ এবং সিএইচটি, ডায়মন্ড স্পন্সর আপনা অর্গানিকস প্রাইভেট লিমিটেড, প্রাইজমানি স্পন্সর কোটস, গোল্ড স্পনসর সামিট ডাই কেম এবং স্পনসর ডেনিম সলিউশন যেখানে রিসার্চ পার্টনার ট্রান্সফার কেমিক্যালস, অ্যাসোসিয়েশন পার্টনার জিআইজেড এবং নেটওয়ার্ক পার্টনার টেক্সমেটা।
মন্তব্য করুন