যাত্রা শুরু করল বিভিন্ন খাতের পেশাদার প্রশিক্ষকদের সংগঠন ‘ট্রেইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’।
দেশে দক্ষ জনবল বৃদ্ধির উদ্দেশে সম্প্রতি দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নিজেদের আত্মপ্রকাশ করে সংগঠনটি। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫০ জন প্রশিক্ষক অংশগ্রহণ করেন।
সংগঠনটির সভাপতির দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠাতা সদস্য কেএম হাসান রিপন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে জিয়া উদ্দিন আহমেদকে। অন্যান্য পদে রয়েছেন ইউসুফ ইফতি (নির্বাহী সহসভাপতি), মোহাম্মদ মোরাদ হোসেন (সহসভাপতি), দেল এইচ খান (কোষাধ্যক্ষ), লায়লা নাজনীন (পরিচালক) এবং রওনক জাহান নিসা (সমন্বয়ক)।
এ বিষয়ে নব্য গঠিত সংগঠনটির সভাপতি কেএম হাসান রিপন বলেন, এটি নেটওয়ার্কিং এবং দক্ষতা উন্নয়নের একটি চমৎকার সুযোগ তৈরি করেছে। দেশের সব প্রশিক্ষকদের এ সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
এই সংগঠনটি ভবিষ্যতে আরও প্রশিক্ষণ এবং কার্যক্রমের মাধ্যমে দেশের প্রশিক্ষণ ক্ষেত্রকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে প্রত্যাশা ‘ট্রেইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর সদস্যদের।
মন্তব্য করুন