বর্তমানে বাংলাদেশ ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্রের নাম ঋতুপর্ণা চাকমা। এবার সাফজয়ী বাংলাদেশ মহিলা ফুটবল দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। সাফের ফাইনালে নেপালের বিপক্ষে গোল করার পর স্টেডিয়াম ভর্তি দর্শকদের উদ্দেশ্যে মাঠ থেকে সাংকেতিক এক বার্তা দেন তিনি। কী সেই বার্তা?
হয়ত তিনি নিন্দকদের তার সামর্থ্যের কথা জানান দিয়েছেন।
তবে সোমবার (১৩) তিনি তার ভেরিফাইড ফেইসবুক পেইজে একটি ছবি আপলোড করেন। হয়ত তিনি ইয়ামাহার সঙ্গে কোনো ফটোশ্যুটে অংশ নিয়েছিলেন।
ছবিটিতে তাকে দেখা যায় ইয়ামাহা ব্র্যান্ডের একটি বাইকের সঙ্গে একইভাবে পোজ দিতে। তার মানে কি জনপ্রিয় ব্র্যান্ড ইয়ামাহা তার মাধ্যমে প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল ব্র্যান্ডগুলোকেও একই বার্তা দিচ্ছে?
দিলেও অবাক হওয়ার কিছু নেই কারণ যে সেরা তার রেসপন্সটা হয় ক্লাসিক। সময়মতো নিজের সামর্থ্যের জানান দেন।
মন্তব্য করুন