বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদন ‘তালাশ’ এর ২৭৫তম ও ২৭৭তম পর্বে দাঁতের অপচিকিৎসা নিয়ে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ।
প্রতিবাদে বাংলাদেশ ডেন্টাল পরিষদের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল হোসেন জানান, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর ও ২০২৫ সালের ১০ জানুয়ারি (শুক্রবার) রাত সাড়ে ৯টায় দেশের বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদন ‘তালাশ’ এর ২৭৫তম ও ২৭৭তম পর্বে ‘দাঁতের অপচিকিৎসা ও ফাইভ পাশ ডেন্টিস্ট’ শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করা হয়। প্রতিবেদনে ফাইভ পাশ যে ব্যক্তিকে তুলে ধরা হয়েছে তিনি বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে ৪ বৎসর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারী নয়। তাছাড়া মেডিকেল টেকনোলজিস্টদের (ডেন্টাল) প্রাইভেট প্র্যাকটিস প্রচারিত তথ্য চিত্র সমূহ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি আরও বলেন, বাংলাদেশ ডেন্টাল পরিষদ তথা বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের সদস্যগণ মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং- ২৮১০/২০১৬ ইং, এর প্রদত্ত রায় এবং স্বাস্থ্য অধিদপ্তরের ৩০/০৯/২০০৯ ইং, ও ০৬/০৭/২০১৭ ইং, তারিখে জারিকৃত পত্রের আলোকে প্রাইভেট প্র্যাকটিস পরিচালনা করে আসছে। তাই উদ্দেশ্যমূলকভাবে এ ধরনের সংবাদ প্রকাশ করা আদালত অবমাননার শামিল। এমন সংবাদ প্রচার ও প্রকাশ করায় বাংলাদেশ ডেন্টাল পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মন্তব্য করুন