বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে জামালপুর জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় অন্তত ১ হাজার ২০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার হিসেবে পৌঁছে দেওয়া হয়।
শনিবার (১১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিইউবিটি কর্তৃপক্ষ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিইউবিটির রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, জয়েন্ট ডিরেক্টর অ্যাকাউন্টস সাইফুল ইসলাম, আইন ও বিচার বিভাগের চেয়ারম্যান এবং বিইউবিটি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও বাংলাদেশ স্কাউটসের এডহক কমিটির সদস্য মো. আসিফ-উল-হক এবং রোভার স্কাউটের সদস্যরা। স্থানীয় জনগণ এবং গ্রাম পুলিশ এই শীতবস্ত্র বিতরণে সহযোগিতা করে।
এই উপহার সামগ্রী গ্রহণ করে স্থানীয় জনগণ আনন্দিত। বিইউবিটি রোভার স্কাউট গ্রুপ ও বিইউবিটি কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন।
মন্তব্য করুন