বিশ্বের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড গ্রী বাংলাদেশে মোস্ট ইমার্জিং ব্র্যান্ড অ্যাওয়ার্ডস-২০২৪ এর স্বীকৃতি পেয়েছে। বিগত তিন বছরের বিপণন কার্যক্রমের ভিত্তিতে এয়ারকন্ডিশনার ক্যাটাগরিতে গ্রী এই স্বীকৃতি অর্জন করে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, এন. সার্চ ও দি ডেইলি স্টারের যৌথ উদ্যোগে পরিচালিত কঠোর জরিপ প্রক্রিয়ার মধ্য দিয়ে Most Emerging Brand of Bangladesh Award 2024 এর স্বীকৃতি প্রদান করা হয়। সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বাংলাদেশ বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডস-২০২৪ প্রদানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রীর পক্ষে ডিএমডি মো. নুরুল আফছার সম্মাননা গ্রহণ করেন।
দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস পণ্যের উৎপাদন ও বাজারজাতকারী গ্রুপ ইলেক্ট্রো মার্ট ২৫ বছরেরও অধিক সময় বাংলাদেশে গ্রী এসি আস্থা ও সুনামের সঙ্গে আমদানি, উৎপাদন, সরবরাহ ও বিপণন করছে।
বিগত ১৫ বছর যাবৎ গ্রাহক, শুভানুধ্যায়ী ও ইলেকট্রনিকস ব্যবসায়ী পরিবারের অফুরন্ত ভালোবাসা, আস্থা এবং নির্ভরতার ফলস্বরূপ গ্রী এসি বাজারে নাম্বার ওয়ান স্থান দখল করে আছে। প্রতিটি স্বীকৃতিই নতুন দায়বদ্ধতা সৃষ্টি করে যা আগামীর পথ চলার প্রতিটি মুহূর্তে আমাদেরকে আরও দায়িত্বশীল ও কর্ম অনুপ্রেরণা জোগাবে। বিগত সময়ে গ্রাহক, শুভানুধ্যায়ী ও ভোক্তাদের অবিচল আস্থা এবং নির্ভরতার প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা।
গ্রী এসি বাংলাদশেরে পরিবেশ এবং গ্রাহকদের কাঙ্ক্ষিত প্রয়োজনের সঙ্গে মানানসই করে প্রস্তুত করা হয়। বাংলাদেশের ক্রেতারা এসি কেনার ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় গুরুত্ব প্রদান করে থাকেন। ক্রেতাদের এই সকল বিষয়কে গুরুত্ব দিয়ে গ্রী এসি উৎপাদন করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য যেমন আই ফিল টেকনোলজি এই টেকনোলজির মাধ্যমে যেমন ইলেকট্রিসিটি সেভিং হবে পাশাপাশি কমফোর্টেবল টেম্পারেচার পাওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ফিচার। যেমন বাইরে টেম্পারেচার ৪০ ডিগ্রি তাহলে আমার কমফোর্টেবল টেম্পারেচার আসলে কত এটি আমরা জানি না যার কারণে কখনো ১৬, কখনো ১৮, কখনো ২০ এ আমরা টেম্পারেচার সেট করছি। তবে আই ফিল অপশনটি যদি চালু করা হয় সেই ক্ষেত্রে এসি অটোমেটিক রুমে টেম্পারেচারকে কমফোর্ট করে দেবে।
আমাদের রয়েছে বিশ্বের সর্বপ্রথম জি বুস্ট ইনভার্টার কম্প্রেসার যার মাধ্যমে এসির স্থায়িত্ব বৃদ্ধি করার সাথে সাথে সর্বোচ্চ লেভেলের ইলেকট্রিসিটি সেভিং করে। জি বুস্ট ইনভার্টার কম্প্রেসার সমৃদ্ধ গ্রী এসিগুলো সিক্সটি এইট ডিগ্রি টেম্পারেচারেও নরমাল ভাবে চলবে। আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার যেটি কোল্ড প্লাজমা প্লাস এবং হিউমিডিটি কন্ট্রোলার। এর মাধ্যমে রুমের ভিতরের বাতাসে যে ব্যাকটেরিয়া বা জীবাণু থাকে সেগুলোকে ৯৯.৯৯% পর্যন্ত ডিএক্টিভ করে এবং হিউমিডিটি ব্যালেন্স করে। যার ফলে লং টাইম এসির মধ্যে থাকলেও শরীরের স্ক্রীন শুষ্কতা থেকে রক্ষা করে, হাঁচি কাশি জনিত সমস্যা বা কোল্ড অ্যালার্জি জাতীয় সমস্যা হয় না।
বর্তমান ঢাকা সিটির ওয়েদার মারাত্মকভাবে দূষিত হওয়ার কারণে আমরা আমাদের এসিতে ছয় স্তরের ফিল্টার যোগ করেছি যার মাধ্যমে রুমের বাতাস থাকবে সম্পূর্ণ ৯৯.৯৯% পর্যন্ত পিউরিফাই। এ কারণেই প্রযুক্তিগত দিক থেকে আমাদের এসি বাংলাদেশের পাশাপাশি বিশ্বের প্রায় ২০০টিরও অধিক দেশে বেশ সমাদৃত। গ্রী এসি সাত ধাপে বাতাস প্রবাহ করে এবং চার ধাপে স্বয়ংক্রিয়ভাবে বাতাস ক্লিন এবং প্রবাহ করতে সক্ষম। Gold Fin ও Anti-Corrosion সমৃদ্ধ কনডেনসার ও ইভাপোরেটরে সহজে মরিচা পড়ে না। ফলে কার্যক্ষমতা দীর্ঘদিন বজায় থাকে। ফায়ার গ্রুপ সার্কিট এর কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কোনো বিপদের সম্ভাবনা নেই।
মন্তব্য করুন