কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

লেনোভোর কমার্শিয়াল ও কনজ্যুমার সিরিজের ল্যাপটপ উন্মোচিত

লেনোভোর কমার্শিয়াল ও কনজ্যুমার সিরিজের ল্যাপটপ উন্মোচন অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
লেনোভোর কমার্শিয়াল ও কনজ্যুমার সিরিজের ল্যাপটপ উন্মোচন অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

দেশের আইটি ডিস্ট্রিবিউশন মার্কেটে দীর্ঘ সময় ধরে অন্যতম প্রধান ভূমিকা পালনকারী গ্লোবাল ব্র্যান্ড পিএলসি, ইন্টেল এবং লেনোভোর সৌজন্যে লেনোভো ৩৬০ ইভল্ভ এর একটি ইভেন্ট আয়োজিত হয়েছে।

সম্প্রতি রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে বাংলাদেশের কম্পিউটার মার্কেটে লেনোভোর নতুন কমার্শিয়াল ও কনজ্যুমার সিরিজের ল্যাপটপ এই ইভেন্টে লঞ্চ করা হয়েছে।

মডেল গুলোর মধ্যে ছিল- থিঙ্কপ্যাড কার্বন, থিঙ্কপ্যাড পি১৪ জেন ৫, ইয়োগা (অরা এডিশন), আইডিয়াপ্যাড ৫, এআই পাওয়ারড লিজিয়ন ৫ আই। এআই পাওয়ারড এই মডেলগুলো উদ্ভাবনী প্রযুক্তি, উন্নত পারফরম্যান্স এবং স্টাইলের সংমিশ্রণ এনে কাজের জায়গা ও ব্যক্তিগত ব্যবহারের জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করবে।

ইয়োগা স্লিম ৭আই (অরা এডিশন) হচ্ছে লেনোভোর একটি প্রিমিয়াম ল্যাপটপ, যা উন্নত উদ্ভাবনের মাধ্যমে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে। ইন্টেল-এর সঙ্গে যৌথভাবে উদ্ভাবিত এই পণ্যটি আধুনিক ডিজাইন, অতুলনীয় পারফরম্যান্স এবং বুদ্ধিমান বৈশিষ্টের সংমিশ্রণ যা পেশাজীবী, নির্মাতা, কোডার এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য স্মার্ট, দ্রুত এবং উচ্চমানের কাজ নিশ্চিত করবে।

লিজিয়ন ৫ আই, যা একইসঙ্গে গেমিং এবং স্ট্রিমিং এর জন্য আদর্শ। ১৪ জেন ইন্টেল কোর প্রসেসর এবং এনভিডিয়া জি-ফোর্স আরটিএক্স ৪০ সিরিজ গ্রাফিক্স দ্বারা চালিত এই ডিভাইসটি গেমিং এবং একাডেমিক কাজকে আরও এগিয়ে নিয়ে যাবে। লেনোভো এআই ইঞ্জিন+ এবং এলএ১ এআই চিপ ব্যবহার করে এটি আপনার গেমিং অভিজ্ঞতাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে। লিজিয়ন কোল্ডফ্রন্ট হাইপার প্রযুক্তি ডিভাইসকে ঠান্ডা রাখে। লেনোভো পিওরসাইট গেমিং ডিসপ্লে এবং লিজিয়ন স্পেকট্রাম ৪-জোন আরজিবি লাইটিংসহ লিজিয়ন ট্রুস্ট্রাইক কিবোর্ডে রয়েছে আরও অনেক বৈশিষ্ট্য।

ইভেন্টে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি থেকে গ্লোবাল ব্রান্ডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, ম্যানেজিং ডিরেক্টর রফিকুল আনোয়ার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জসীম উদ্দিন খন্দকার উপস্থিত ছিলেন। লেনোভোর পক্ষে ছিলেন, লেনোভো ইন্ডিয়ার শীর্ষস্থানীয় কর্মকর্তারা: হাসান রিয়াজ (চ্যানেল ম্যানেজার, কনজ্যুমার ল্যাপটপ, লেনোভো ইন্ডিয়া), সুমন রয় (রিজিওনাল চ্যানেল সেলস ম্যানেজার, লেনোভো ইন্ডিয়া)।

গ্লোবাল ব্র্যান্ড পিএলসির চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ বলেন, আমাদের ২ দশকের দীর্ঘ যাত্রায় আইটি ডিস্ট্রিবিউশনে নিরলস প্রচেষ্টা ও সফলতার ভিত্তিতে, লেনোভোর সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের সম্ভাবনার পথ প্রসারিত করবে।

গ্লোবাল ব্র্যান্ড পিএলসির ম্যানেজিং ডিরেক্টর রফিকুল আনোয়ার বলেন, লেনোভোর মতো একটি স্বনামধন্য আন্তর্জাতিক ব্র্যান্ডকে আমরা পেয়ে গর্বিত। নির্ভরযোগ্যতায় গড়া আমাদের সাফল্য লেনোভোর অংশীদারিত্বে আরও সুসংহত হবে।

গ্লোবাল ব্র্যান্ড পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জসীম উদ্দিন খন্দকার বলেন, গত ২৮ বছরের বেশি সময় ধরে আমরা আইটি ডিস্ট্রিবিউশনে একটি নির্ভরযোগ্য নাম। লেনোভোর সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের নতুন সম্ভাবনার পথে নিয়ে যাবে।

রিজিওনাল চ্যানেল ম্যানেজার হাসান রিয়াজ, লেনোভো কনজ্যুমার প্রোডাক্ট নিয়ে প্রেজেন্টেশন দেন।

রিজিওনাল চ্যানেল সেলস ম্যানেজার সুমন রয় লেনোভো কমার্শিয়াল প্রোডাক্ট নিয়ে প্রেজেন্টেশন দেন।

লেনোভোর নবীন কেজরিওয়াল, জেনারেল ম্যানেজার (ওভারসিজ বিজনেস কনজিউমার, কমার্শিয়াল এবং ট্যাবলেটস) বলেন, ইয়োগা স্লিম ৭ আই (অরা এডিশন) একটি যুগান্তকারী উদ্ভাবন। এটি কেবল প্রযুক্তিগত উৎকর্ষ নয়, বরং ব্যবহারকারীদের ব্যক্তিগত অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার জন্য ডিজাইন করা হয়েছে।

লেনোভো একটি গ্লোবাল টেকনোলজি পাওয়ারহাউস, যা ১৮০টি বাজারে কার্যক্রম পরিচালনা করে। এটি পিসি থেকে ক্লাউড পর্যন্ত একটি বিস্তৃতভাবে কাজ করছে, যা এআই চালিত ও অপ্টিমাইজড।

গ্লোবাল ব্র্যান্ডস পিএলসি লেনোভোর অনুমোদিত ডিস্ট্রিবিউটর এবং বাংলাদেশে উদ্ভাবনী পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। লেনোভো, ইন্টেল এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসির এই যৌথ উদ্যোগ বাংলাদেশের প্রযুক্তি বাজারে আরও শক্তিশালী অবস্থান নিশ্চিত করবে এবং ব্যবহারকারীদের জন্য আরও উন্নত প্রযুক্তি সহজলভ্য করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় কমছে পানি, পারাপারে ভোগান্তি

‘ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশে আগ্রাসন চালাতে পারবে না’

পাঁচ ঘণ্টা পর সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে 

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ, টনক নড়ছে না কারও

পীরগাছা উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার

ট্রাকচাপায় আহত সেই ফায়ার কর্মীর মৃত্যু

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সচিবালয়ের আগুন

সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী গুরুতর আহত

মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট

১০

ভারতের অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করা উচিত : সিলেটে মির্জা ফখরুল

১১

জয় বাংলা বলে খেজুরের রস খেতে গিয়ে কারাগারে ১৫ যুবক

১২

১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন মুক্তিযোদ্ধা কানু

১৩

নারায়ণগঞ্জে হাসপাতালে পিস্তল সাদৃশ্য দেখিয়ে টেন্ডার জমা দিতে বাধা

১৪

ঢাকা কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

১৫

দাফনে পুলিশের সময় বেঁধে দেওয়ায় ছেলের মুখ ঠিকমতো দেখতে পারেননি মা

১৬

‘ভারত বন্ধুর বেশে ৫৩ বছর ডাকাতি করেছে’

১৭

ইয়েমেনের সঙ্গে পারছেই না ইসরায়েল, দিশেহারা নেতানিয়াহু

১৮

বগুড়ায় কারাবন্দি সাবেক এমপি রিপু অসুস্থ, ঢাকায় প্রেরণ

১৯

জনগণের ভোটে আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান : আবদুস সালাম

২০
X