কক্সবাজারে ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
রোববার ও সোমবার (২২ ও ২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত দুটি সম্মেলনে সারাদেশ থেকে ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের সহস্রাধিক ডিস্ট্রিবিউটর, বিক্রয় প্রতিনিধি, ওয়ালটনের পরিচালনা পর্ষদ সদস্য এবং ঊর্দ্ধতন কর্মকর্তাগণ অংশ নেন।
রোববার সন্ধ্যায় ইনানীতে হোটেল সী পার্ল এর সামনে সমুদ্র তীরে আয়োজন করা হয় ‘ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স-২০২৪’। পরের দিন সোমবার সন্ধ্যায় একই স্থানে অনুষ্ঠিত হয় ‘সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স- ২০২৪’। দুটি সম্মেলনই আতশবাজির মধ্য দিয়ে উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।
সে সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালক জাকিয়া সুলতানা, মাইক্রো-টেক করপোরেশনের চিফ এক্সিকিউটিভ ডিরেক্টর নিশাত তাসনিম শুচি, ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, মো. জিয়াউল আলম, এফসিএ, ও ইভা রিজওয়ানা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান ও মো. রফিকুল ইসলাম, এফসিএস, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মো. সোহেল রানা, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলম, আব্দুল্লাহ-আল-মামুন, মো. শাহজালাল হোসেন লিমন, তানভীর আঞ্জুম প্রমুখ।
দুটি সম্মেলনই সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। অতিথিদের আনন্দ ও বিনোদনের মাত্রা আরও বাড়িয়ে তুলতে ছিলেন দেশের কৌতুক অভিনেতা আবু হেনা রনি।
সম্মেলনে ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বিক্রিতে ধারাবাহিক প্রবৃদ্ধি জোরদার করতে সময়োপযোগী বাজার গবেষণা, বিপণন ও ব্যবসায়ীক কলাকৌশল নিয়ে পরিবেশকদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।
ক্রেতারা সময়োপযোগী ও আধুনিক কী ধরনের পণ্য চান সে সম্পর্কে পরিবেশকদের তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, আপনাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ক্রেতাদের চাহিদা অনুযায়ী আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন। ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের গুণগতমান সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে প্রতিনিয়ত আপডেট হচ্ছে। পাশাপাশি, প্রতিবছরই নতুন নতুন পণ্য ও মডেল বাজারে ছাড়তে সক্ষম হচ্ছি আমরা।
পরিবেশকদের গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্ক পরিদর্শনের আমন্ত্রণ জানিয়ে তিনি আরও বলেন, আপনারা ওয়ালটন হাই-টেক পার্কে এলে শুধু ওয়ালটন সম্পর্কেই নয় বরং ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা এবং অগ্রগতি সম্পর্কে বিপুল অভিজ্ঞতা লাভ করতে পারবেন।
সম্মেলনে অংশ নেওয়া পরিবেশকদের উদ্দেশে ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, আপনাদের বেশিরভাগই দেখতে তরুণ হলেও ব্যবসার দিক থেকে অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ। আপনাদের অক্লান্ত শ্রম ও প্রচেষ্টায় দ্রুত এগিয়ে যাচ্ছে ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স। সিংহভাগ চাহিদা নিজেরা পূরণের লক্ষ্যে আমাদের বাজার গবেষণা চলমান রয়েছে। সে সময় তিনি ডিস্ট্রিবিউটরদের আঞ্চলিক পর্যায়ে ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের ব্যাপক ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন।
সম্মেলন দুটি উপলক্ষে বর্ণিল ব্যানার-ফেস্টুন ও সুসজ্জ্বিত তোরণে সাজানো হয় পুরো কক্সবাজার শহর। সম্মেলনে অংশ নিতে সারাদেশ থেকে ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের সহস্রাধিক ডিস্ট্রিবিউটর কক্সবাজার এলে তাদের পদচারণায় হোটেল রয়েল টিউলিপ ও ইনানী সমুদ্র সৈকত উৎসবে রূপ নেয়।
সম্মেলনে চলতি বছর ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বিক্রয়ে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জনে বিশেষ অবদান রাখায় অর্ধ-শতাধিক পরিবেশককে পুরস্কৃত করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স-২০২৪।
মন্তব্য করুন