সাউথইস্ট ইউনিভার্সিটি ও এম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড টেকনোলজির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গত ১২ ডিসেম্বর সাউথইস্ট ইউনিভার্সিটির কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষর করা হয়। চুক্তিটি আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা ও বিনিময়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
অনুষ্ঠানে সাউথইস্ট ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন এবং ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (আইআরটি) পরিচালক অধ্যাপক ড. হাসনাত আলমগীর।
এম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ড. উইল ফিলিপস, সহযোগী ডিন, স্কুল অব বিজনেস অ্যান্ড টেকনোলজি এবং ড. মোহাম্মদ সাজেদুর রহমান, সহযোগী অধ্যাপক, স্কুল অব বিজনেস অ্যান্ড টেকনোলজি।
এ সমঝোতা স্মারকটি শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা প্রকল্প এবং শিক্ষক উন্নয়ন কর্মসূচি সহায়তায় কাজ করবে। এ উদ্যোগ সাউথইস্ট ইউনিভার্সিটির বৈশ্বিক একাডেমিক সম্পৃক্ততা বাড়ানোর এবং উদ্ভাবনের সুযোগ তৈরির প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করে।
মন্তব্য করুন