কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

‘স্নোটেক্স’ গ্রুপের ক্লিনিক্যাল মেডিকেল কেয়ার ইভেন্ট অনুষ্ঠিত

‘স্নোটেক্স’ গ্রুপের ক্লিনিক্যাল মেডিকেল কেয়ার ইভেন্ট। ছবি : সংগৃহীত
‘স্নোটেক্স’ গ্রুপের ক্লিনিক্যাল মেডিকেল কেয়ার ইভেন্ট। ছবি : সংগৃহীত

বাংলাদেশের রপ্তানি শিল্পের অন্যতম প্রতিষ্ঠান ‘স্নোটেক্স’ গ্রুপের সকল কর্মচারীর স্বাস্থ্য এবং সুস্থতার জন্য বিডিএন পল্লবী ডায়াবেটিস সেন্টারের সঙ্গে ক্লিনিক্যাল মেডিকেল কেয়ার ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) স্নোটেক্স গ্রুপের করপোরেট অফিসে এই ইভেন্টের আয়োজন করা হয়।

বিডিএন পল্লবী ডায়াবেটিস সেন্টারের সহযোগিতায় একটি ক্লিনিক্যাল মেডিকেল কেয়ার ইভেন্টের আয়োজন করে ‘স্নোটেক্স’ গ্রুপ। স্বাস্থ্য এবং সুস্থতা সম্পর্কে সচেতনতা প্রচারের লক্ষ্যে এবং ‘স্নোটেক্স’ গ্রুপের কর্মীদের স্বাস্থ্যের প্রতি কোম্পানির প্রতিশ্রুতির ফলস্বরূপ এই আয়োজন করা হয়। এই ইভেন্টে বিডিএন পল্লবী ডায়াবেটিস সেন্টারের বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, রক্তে শর্করার পরীক্ষা এবং স্বাস্থ্য সচেতনতামূলক সেশনের একটি সিরিজ অন্তর্ভুক্ত ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) প্রাক্তন মহাপরিচালক ড. শাহজাহান বিশ্বাস। এ সময় ডায়াবেটিসের মতো দীর্ঘস্থায়ী রোগ পরিচালনায় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং জীবনধারা পরিবর্তনের গুরুত্বের ওপর জোর দেন তিনি।

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন, বাংলাদেশ ডায়াবেটিক নেটওয়ার্ক (বিডিএন) এর প্রতিষ্ঠাতা ডা. এস এম আকমল আলী গোলাপ এবং বাংলাদেশ ডায়াবেটিক নেটওয়ার্ক (বিডিএন) পল্লবী ডায়াবেটিস সেন্টারের উপদেষ্টা ডা. আমানুল্লাহ যারা দেশে ডায়াবেটিসের ক্রমবর্ধমান প্রকোপ এবং নিয়মিত ডায়াবেটিসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। আরও উপস্থিত ছিলেন, ‘স্নোটেক্স’ গ্রুপের অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্সের ডেপুটি ডিরেক্টর জনাব ফয়জুর রহমান নুরী এবং ‘স্নোটেক্স’ গ্রুপের গ্রুপ অপারেশনের সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব এ.কে.এম. মাহমুদুল হাসান শুভ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ‘স্নোটেক্স’ গ্রুপের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. তাসিবুল আলম তাসিব। অনুষ্ঠানে তিনি কোম্পানির কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য চলমান প্রচেষ্টার কথা তুলে ধরেন।

এই ধরনের প্রোগ্রামের প্রচারের মাধ্যমে ‘স্নোটেক্স’ গ্রুপ স্বাস্থ্যকর কর্মশক্তি এবং বর্ধিত উৎপাদনশীলতার মধ্যে যোগসূত্রকে স্বীকৃতি দিয়ে করপোরেট দায়িত্বের একটি শক্তিশালী উদাহরণ স্থাপন করে চলেছে। দীর্ঘমেয়াদী সাফল্যের কৌশলের অংশ হিসেবে কোম্পানিটি তার কর্মীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার জন্য নিবেদিত।

উল্লেখ্য, ‘স্নোটেক্স’ ২০০০ সালে বায়িং হাউজের মাধ্যমে যাত্রা শুরু করে। ২০০৫ সালে নিজেদের প্রথম কারখানা হিসেবে প্রতিষ্ঠা করে ‘স্নোটেক্স অ্যাপারেলস’। সেই সাফল্যের ধারাবাহিকতায় ২০১১ সালে ‘কাট অ্যান্ড সিউ’ এবং ২০১৪ সালে ‘স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেড’ প্রতিষ্ঠা করা হয়। সর্বশেষ ২০২০ সালে ‘স্নোটেক্স স্পোর্টসওয়্যার লিমিটেড’ প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে ‘স্নোটেক্স’ চারটি বড় কারখানার একটি প্রতিষ্ঠান।

এরইমধ্যে ‘স্নোটেক্স’ আউটারওয়্যার গ্রিন ফ্যাক্টরি হিসেবে অর্জন করেছে ইউএসজিবিসির লিড প্লাটিনাম সার্টিফিকেটে। গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড, বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ‘হেলথ অ্যান্ড সেফটি’ অ্যাওয়ার্ডসহ প্রতিষ্ঠানটি সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড সম্মাননা-২০২২, পেশাগত স্বাস্থ্য ও সেইফটি উত্তম চর্চা পুরষ্কার-২০১৭, ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২০, এসডিজি এ্যাওয়ার্ড, বেস্ট প্রাকটিস এ্যাওয়ার্ড-২০১৮, ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১ ও ‘মেইড ইন বাংলাদেশ উইক ২০২২’ এ বিশেষ পুরস্কার অর্জন করেছে। প্রতিষ্ঠানটি এখন প্রায় ২০ হাজার মানুষের কর্মসংস্থান করে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করবিন বোশের দুর্দান্ত অভিষেকে সেঞ্চুরিয়নে প্রোটিয়াদের দাপট

চাঁদপুরে কোস্টগার্ডের অভিযান, আটক ২৮

ঢাবিতে শিক্ষার্থীদের সব প্রশ্নের উত্তর দেবে শিবির

‘বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত’

মানবজাতির প্রকৃত নৈতিকতার পূর্ণতা স্রষ্টার বিধানেই সম্ভব : মাহমুদ হাসান 

‘চাকরিবিধি লঙ্ঘনকারী আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

ইসরায়েলের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

বিএনপি বিচারহীনতার সংস্কৃতি চায় না : মামুন মাহমুদ

মতপার্থক্য থাকা সত্ত্বেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : জোনায়েদ সাকি

সচিবালয়ে অগ্নিকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা নয় : রিজভী

১০

‘তুই আমাকে বেয়াদব বলার কে, ফাজিল কোথাকার’

১১

খালেদা জিয়ার আরোগ্য কামনায় শ্রীনগরে দোয়া মাহফিল

১২

রাশিয়া সফরে যাবেন ইরানের প্রেসিডেন্ট

১৩

স্পেন ছেড়ে সৌদি লিগে যেতে পারেন বার্সা তারকা

১৪

সংস্কারের পাশাপাশি ষড়যন্ত্র প্রতিরোধেও প্রস্তুত থাকতে হবে : নুর

১৫

সম্প্রীতি সমাবেশে ফরহাদ মজহার / জনগণের সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠাই হবে আগামীর রাজনীতি

১৬

ঢাকা মেইলের সাংবাদিক কাজী রফিক আর নেই

১৭

গণঅভ্যুত্থান শ্রমজীবীদের জীবনে কোনো পরিবর্তন আনেনি : সাইফুল হক

১৮

তামিমের কারণেই বিপিএলে এসেছেন শাহীন আফ্রিদি

১৯

রেলের শীর্ষ পদে রদবদল

২০
X