কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সুজুকি নিয়ে এলো দ্রুততম বাইক ‘জিক্সার ২৫০’ ও ‘জিক্সার এসএফ ২৫০’

সুজুকি নিয়ে এলো দ্রুততম বাইক ‘জিক্সার ২৫০’ ও ‘জিক্সার এসএফ ২৫০’। ছবি : সংগৃহীত
সুজুকি নিয়ে এলো দ্রুততম বাইক ‘জিক্সার ২৫০’ ও ‘জিক্সার এসএফ ২৫০’। ছবি : সংগৃহীত

মটোজিপি প্রযুক্তি দ্বারা অনুপ্রাণিত পারফরম্যান্স এবং ডিজাইনের নতুন মাইলফলক হিসেবে আনুষ্ঠানিকভাবে সুজুকি জিক্সার ২৫০ সিরিজের উদ্বোধন করেছে সুজুকি বাংলাদেশ।

রোববার (১ ডিসেম্বর) ঢাকার তেজগাঁওয়ে আলোকিত প্রাঙ্গণে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সুজুকির ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ, র‌্যানকনের জিএমডি রোমো রউফ চৌধুরী, র‌্যানকন হোল্ডিংস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ফারহানা করিম, ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ, চিফ অপারেটিং অফিসার একেএম তৌহিদুর রহমান এবং হেড অব মার্কেটিং আমীন মাহমুদ প্রমুখ।

বাংলাদেশের মোটরবাইক বাজারে অত্যাধুনিক প্রযুক্তি ও পারফরম্যান্স নিয়ে এসেছে সুজুকি জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০। ২৫০সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিনে উন্নত ফুয়েল ইনজেকশন (এফআই) প্রযুক্তি ব্যবহৃত হয়েছে, যা সর্বোচ্চ পাওয়ার ডেলিভারি এবং জ্বালানি সাশ্রয় নিশ্চিত করে। উচ্চতর তাপ ব্যবস্থাপনার জন্য সুজুকি অয়েল কুলিং সিস্টেম (এসওসিএস) ব্যবহার করে উচ্চ চাপের মধ্যেও সামঞ্জস্যপূর্ণ কর্মক্ষমতা নিশ্চিত করে।

জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০ দ্রুতগতি এবং স্থিতিশীলতার মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখে। মটোজিপি প্রযুক্তির আদলে তৈরি ইঞ্জিন দ্বারা এ বাইকগুলো পারফরম্যান্স এবং এফিশিয়েন্সির পাশাপাশি রাইডিংয়ের ক্ষেত্রেও দিবে রেসিং টেকনোলজির অনন্য অভিজ্ঞতা। উভয় মডেলেই ৬-স্পিড গিয়ারবক্স রয়েছে, যা সঠিক শক্তি সরবরাহ এবং নিখুঁত নিয়ন্ত্রণ নিশ্চিত করে। ডুয়েল-চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম রাইডারদের উচ্চ গতিতে বা হঠাৎ ব্রেকিংয়ের সময় নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রদান করে, যা বিভিন্ন রাস্তায় আত্মবিশ্বাসী রাইডিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।

দুটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে জিক্সার ২৫০ : ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু। অন্যদিকে, জিক্সার এসএফ ২৫০ চারটি অনন্য রঙে পাওয়া যাবে। ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লুর পাশাপাশি এসএফ ২৫০-এর নিউ এডিশন মটো জিপি এবং নাইট্রো নিয়ন এডিশনের অ্যাগ্রেসিভ ডিজাইন এবং উন্নত এরোডাইনামিক্স বাইকের সেরা পারফরম্যান্সে সহায়ক।

এই বাইকগুলো ভিন্নধর্মী রাইডিং স্টাইলকে মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। জিক্সার ২৫০-এর দাম নির্ধারণ করা হয়েছে ৩,৯৯,৯৫০ টাকা এবং জিক্সার এসএফ ২৫০-এর দাম ৪,৪৯,৯৫০ টাকা। উভয় মডেলেই এলইডি হেডলাইট এবং টেইললাইট, সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং রাইডার ও প্যাসেঞ্জার উভয়ের জন্য আরামদায়ক স্প্লিট সিট রয়েছে।

অনুষ্ঠানে সুজুকি বাংলাদেশের ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ মটোজিপি ঐতিহ্যের উপর জোর দিয়ে বলেন, সুজুকি জিক্সার ২৫০ সিরিজ আমাদের মটোজিপি-অনুপ্রাণিত ডিএনএ এবং উন্নত ইঞ্জিনিয়ারিংয়ের সমন্বয়ে তৈরি। এই সিরিজটি ২৫০ সিসি সেগমেন্টে নতুন মাইলফলক স্থাপন করেছে। যাতে রেসিং পারফরম্যান্স আর কমফোর্ট দুটোই বিদ্যমান।

সুজুকি বাংলাদেশের সিওও একেএম তৌহিদুর রহমান বলেন, এ বাইকগুলো রোমাঞ্চকর কিন্তু নিয়ন্ত্রিত অভিজ্ঞতা নিশ্চিত করতে নিখুঁতভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। উন্নত এফআই প্রযুক্তি এবং এরোডাইনামিক ডিজাইন নিশ্চিত করেছে জিক্সার ২৫০ সিরিজ, যা বাংলাদেশের রাইডারদের জন্য অনন্য গতি, শক্তি এবং স্টাইলের নিশ্চয়তা দেয়।

সুজুকি বাংলাদেশ রাইডারদের জন্য অত্যন্ত উন্নত আফটার-সেলস সেবা নিশ্চিত করেছে। সার্ভিস সেন্টারগুলোতে এফআই ক্লিনার এবং প্রশিক্ষিত টেকনিশিয়ান রয়েছে, যারা বাইকের সর্বোচ্চ পারফরম্যান্স বজায় রাখতে সাহায্য করবে। রাইডাররা নিরবচ্ছিন্ন সার্ভিস এবং আসল যন্ত্রাংশ পাওয়ার ব্যাপারেও নিশ্চিন্ত থাকবেন।

আরও নতুন সব আপডেট পেতে ভিজিট করুন www.suzuki.com.bd অথবা সুজুকি বাংলাদেশ-এর ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘১৫ বছরে চট্টগ্রামে যত উন্নয়ন হয়েছে এখন সব ক্ষতির কারণ’

বিমানের সিটের নিচে ২ কেজি সোনা

সিরিয়ায় আসাদপন্থিদের হামলায় ১৪ নিরাপত্তাকর্মী নিহত

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫৯৬ মামলা

আ.লীগ লাশের ওপর নৃত্য করে ইতিহাস তৈরি করেছে : ড. রেজাউল করিম

ব্যর্থতার দায় আমাদেরও আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

যেসব সিনেমা হলে দেখা যাবে জয়ার ‘নকশীকাঁথার জমিন’

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে : রিজভী

নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না হলে রাজপথে আন্দোলন হবে : ১২ দলীয় জোট

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১০

ফায়ারফাইটার নয়নের জানাজা সম্পন্ন

১১

জামায়াত-শিবিরকে পুরোনো শকুন বলা অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জামায়াত

১২

বক্সিং ডে টেস্টের প্রথম দিনে অজি ব্যাটারদের দাপট

১৩

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

১৪

‘জালিয়াতি করে’ ১৫০০ একর জমির মালিক আ.লীগ নেতা

১৫

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমার সময় আবার বাড়ল

১৬

ফায়ারফাইটার নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের স্ট্যাটাস

১৭

শেষ মুহূর্তে আল্লাহর নাম নিচ্ছিলেন কাজাখস্তানে বিধ্বস্ত বিমানের যাত্রীরা (ভিডিও)

১৮

অল্প শাস্তিতেই পার পেলেন কোহলি

১৯

পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, ৬৭ জনের বিরুদ্ধে মামলা

২০
X