সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব শিশু দিবস উদ্‌যাপিত

ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব শিশু দিবস উদ্‌যাপন। ছবি : সৌজন্য
ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব শিশু দিবস উদ্‌যাপন। ছবি : সৌজন্য

ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব শিশু দিবস উদ্‌যাপিত হয়েছে। এ বছর বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য বিষয় হলো ‘ভবিষ্যতের কথা শুনুন’।

এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে দিনব্যাপী বিভিন্ন আনন্দ আয়োজনের ব্যবস্থা রেখেছিল বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, ব্র্যাক ইন্সটিটিউট অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট (ব্র্যাক আইইডি) এবং মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা (এমএইচপিএসএস) টিম।

দিনব্যাপী এ আয়োজনে শিশু ও তাদের অভিভাবকরা একসঙ্গে সৃজনশীলতা, শিক্ষা এবং পারিবারিক বন্ধনকে উপভোগ করেছেন।

দিনব্যাপী এ আয়োজন শিশুমনের বিকাশ এবং পরিবারিক বন্ধন আরো মজবুত করতে ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিশ্রুতিকে তুলে ধরেছে। অনুষ্ঠানটি শুরু হয় শিশুদেরকে বিভিন্ন খেলনা উপহার দেওয়ার মাধ্যমে। হাতে তৈরি খেলনাগুলো তৈরি করেছে ব্র্যাক আইইডি। এসব খেলনা শিশুদের কৌতূহল ও সৃজনশীলতাকে উজ্জীবিত করেছে। অনুষ্ঠানে অভিভাবকরা এমএইচপিএসএস বিশেষজ্ঞদের পরিচালিত একটি সেশনে অংশ নেন, যেখানে সন্তানদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ নিয়ে মূল্যবান পরামর্শ প্রদান করা হয়।

বিশ্ব শিশু দিবসের এই আয়োজনে অভিভাবক এবং তাদের সন্তানেরা একসঙ্গে হাতে তৈরি খেলনা তৈরি করেন, যা শিশুদের দলগতভাবে কাজ করার দক্ষতা বাড়িয়েছে ও তাদের বন্ধনকে আরো দৃঢ় করেছে। এরপর একটি গল্প বলার সেশন অনুষ্ঠিত হয়। এই সেশনে শিশুরা এক কল্পনার জগতে প্রবেশ করে। অনুষ্ঠানে শিশুরা গান ও নাচে মেতে ওঠে। এই পর্বটি পুরো অনুষ্ঠানকে আরো আকর্ষণীয় করে তোলে।

বিশ্ব শিশু দিবস উদ্‌যাপন করতে অনুষ্ঠানে একটি কেক কাটা হয়েছে। প্রধান অতিথি হিসেবে শিশুদের সঙ্গে নিয়ে কেক কাটেন ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মাহবুব রহমান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, প্রক্টর রুবানা আহমেদ, স্টুডেন্ট লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান।

প্রধান অতিথির ভাষণে মোহাম্মদ মাহবুব রহমান বলেন, শিশু দিবসের এই আয়োজন শিশু ও তাদের পরিবারের একসঙ্গে বেড়ে ওঠা এবং উন্নতির প্রতি ব্র্যাক ইউনিভার্সিটির অঙ্গীকারের প্রতিফলন। আমরা এটা দেখে ভীষণ আনন্দিত যে, এই আয়োজন শিশুদের ভালো লেগেছে এবং তারা এখানে অনেক মজা পেয়েছে।

প্রফেসর মাহবুব ও ড. ডাউল্যান্ড শিশুদের সঙ্গে বিভিন্ন খেলায় মেতে ওঠেন, সেই সঙ্গে তারা শিশু এবং তাদের অভিভাবকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন যা অনুষ্ঠানের আনন্দঘন পরিবেশকে আরও উজ্জ্বল করে তোলে।

শিশু দিবসসহ সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটি শিশুদের সামগ্রিক বিকাশ এবং পরিবার ও সমাজের ভিত্তি শক্তিশালী করতে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। শিক্ষায় উৎকর্ষ, গবেষণা, এবং সামাজিক বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বদানের মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটি সবার জন্য একটি উজ্জ্বল এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নির্মাণে কাজ করে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টমটম পার্কিং নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

ঈদুল ফিতর / জুলাই অভ্যুত্থানে আহতদের নিয়ে এ্যাব’র প্রকৌশলীদের ভিন্নরকম আয়োজন

টিটু বাঙ্গালির ‘শ্বশুর বাড়ি বরিশাল’

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকারীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তুলবো : টুকু

ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ করেছে : আবু হানিফ

‘খালেদা জিয়া ও তারেকের ঈদ শুভেচ্ছা’

অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি পালন করবে, আশা ফখরুলের

নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করলেন হাসনাত

পানিতে ভেসে গেল উপকূলের ঈদ আনন্দ

ট্রেনে বৃদ্ধকে মারধর, বিক্ষোভের মুখে কর্মচারীকে বরখাস্ত

১০

গাজীপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

১১

ভারতে ঈদগাহে আসা মুসলিমদের ফুলেল শুভেচ্ছা জানাল হিন্দুরা

১২

ঈদগাহে মুসল্লিদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা

১৩

‘দ্রুত নির্বাচন না হলে আরও একটি স্বৈরাচার জন্ম নিতে পারে’

১৪

‘১৭ বছর পর স্বাধীনভাবে ঈদের নামাজ পড়তে পেরেছি’

১৫

সাম্যের প্রতীকে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

১৬

মঙ্গলবার ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

১৭

এবারের ঈদে অনেক পার্থক্য আছে: মির্জা ফখরুল

১৮

ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে অস্থিতিশীলতার আশঙ্কা বিএনপির

১৯

শোলাকিয়ায় ৬ লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে ঈদ জামাত

২০
X