সারা দেশে হারল্যান স্টোরের চাহিদার প্রেক্ষিতে ক্রমান্বয়ে দিন দিন বেড়েই চলছে আউটলেটের সংখ্যা। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহে হারল্যান স্টোরের নতুন আউটলেটের শুভ উদ্বোধন করলেন রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর, চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।
রোববার (১০ নভেম্বর) বিকাল ৪টায় ঝিনাইদহ সদরে হারল্যান স্টোরের এই নতুন আউটলেটটি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি বলেন, অথেনটিক মানেই হারল্যান। আর অথেনটিক কসমেটিকস ভোক্তাদের হাতে হাতে পৌঁছে দিতে আজ হারল্যান স্টোর চলে এসেছে ঝিনাইদহে। এভাবেই ভেজালমুক্ত কসমেটিকস পণ্য দেশের সব ধরনের মানুষের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে হারল্যান স্টোর।
রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর, চিত্রনায়ক মামনুন হাসান ইমন বলেন, দেশব্যাপী হারল্যান স্টোরের সব আউটলেটে পাওয়া যাচ্ছে বিশ্বমানের অথেনটিক কালার কসমেটিকস, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার এবং হোমকেয়ার পণ্য। নকল ও ভেজাল থেকে মুক্তি দিয়ে ভোক্তাদের হাতের নাগালেই অথেনটিক সব কসমেটিকস, স্কিনকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে চলেছে রিমার্ক-হারল্যান।
উল্লেখ্য, রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করার প্রয়াসে কাজ করে যাচ্ছে। নকল ও ভেজালমুক্ত পণ্য ব্যবহার করে দেশের মানুষ যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ড অব লিভিং অনুযায়ী সবরকম সুযোগ-সুবিধা পেতে পারে তাই রিমার্কের লক্ষ্য। এরই ধারাবাহিকতায় রিমার্ক প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’ যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ নির্ভেজাল কালার কসমেটিকস, স্কিনকেয়ার, হোমকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য।
মন্তব্য করুন