কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

মেটলাইফ-আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চুক্তি স্বাক্ষর

মেটলাইফ এবং আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টের চুক্তি স্বাক্ষর। ছবি : সংগৃহীত
মেটলাইফ এবং আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টের চুক্তি স্বাক্ষর। ছবি : সংগৃহীত

মেটলাইফ বাংলাদেশ সম্প্রতি আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির অংশ হিসেবে, মেটলাইফ বাংলাদেশের নতুন চালু হওয়া বিমা সেবা ‘এন্ডাউমেন্ট গ্রোথ’-এর জন্য আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ইক্যুইটি বা শেয়ার বাজার বিনিয়োগ পরিচালনা করবে। এই অংশীদারিত্বের মাধ্যমে মেটলাইফের গ্রাহকরা তাদের বিমা পলিসি থেকে আরও উন্নত আর্থিক সুবিধা লাভ করতে পারবেন।

আইডিএলসি গ্রুপের অন্তর্ভুক্ত আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড, বাংলাদেশের আর্থিক খাতে দীর্ঘমেয়াদি এবং শৃঙ্খলাবদ্ধ বিনিয়োগ কৌশলগুলোর জন্য একটি শক্তিশালী অবস্থান গড়ে তুলেছে। মেটলাইফ এই বিনিয়োগ কৌশলগুলোকে তাদের পণ্যগুলোর সঙ্গে অন্তর্ভুক্ত করতে চায় যাতে পলিসি হোল্ডারদের জন্য তারা আরও উন্নত মূল্য প্রদানে সক্ষম হয়।

এই চুক্তিটি মেটলাইফ বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার আলাউদ্দিন এবং আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মাশুক-উল হক স্বাক্ষর করেন। অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদ এবং আইডিএলসি ফাইন্যান্স পিএলসির সিইও এম জামাল উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মাশুক-উল হক বলেন, ‘মেটলাইফ বাংলাদেশের নতুন পণ্যের ইক্যুইটি বিনিয়োগ পরিচালনা করতে পেরে আমরা উচ্ছ্বসিত। দীর্ঘমেয়াদি, ফান্ডামেন্টাল বিনিয়োগের উপর আমাদের প্রাধান্য মেটলাইফের স্থিতিশীল এবং নিরাপদ আর্থিক সমাধান প্রদানের লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

মেটলাইফ বাংলাদেশের প্রধান মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘এই চুক্তিটি আমাদের উদ্ভাবনী এবং গ্রাহককেন্দ্রিক আর্থিক সমাধান প্রদানের অঙ্গীকারের প্রতিচ্ছবি। আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে আমরা আমাদের পলিসি হোল্ডারদের আরও ভালো বিমা আর আর্থিক সুবিধা দিতে পারব।’

আইডিএলসি ফাইন্যান্স পিএলসির সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন বলেন, ‘আইডিএলসি ফাইন্যান্স সবসময় উদ্ভাবনী ও টেকসই আর্থিক সমাধান প্রদান করতে সচেষ্ট। আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট এবং মেটলাইফ বাংলাদেশের এই অংশীদারিত্ব আমাদের গ্রাহকদের কল্যাণকর, যা আমরা বিচক্ষণ বিনিয়োগ কৌশলের মাধ্যমে বাস্তবায়ন করি। আমাদের অ্যাসেট ম্যানেজমেন্টের দক্ষতার সঙ্গে মেটলাইফের বিমা সেবা সমন্বয় তাদের পলিসি হোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি এবং উন্নত আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে।’

আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড সম্পর্কে আইডিএলসি গ্রুপের অন্তর্ভুক্ত আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড, শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগের মাধ্যমে টেকসই আর্থিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে শৃঙ্খলাবদ্ধ এবং গবেষণাভিত্তিক বিনিয়োগ কৌশলের জন্য স্বীকৃতিপ্রাপ্ত।

প্রসঙ্গত, মেটলাইফ বাংলাদেশ দেশের অন্যতম শীর্ষস্থানীয় জীবন বিমা কোম্পানি, যা ১০ লক্ষাধিক গ্রাহক এবং ৯০০-এর বেশি করপোরেট ক্লায়েন্টকে সেবা প্রদান করে আসছে। বিমা এবং বিনিয়োগ পণ্যের একটি বিস্তৃত সম্ভার নিয়ে মেটলাইফ গ্রাহকদের পরিবর্তনশীল প্রয়োজন মেটাতে উদ্ভাবনী সমাধান প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাভার্ডভ্যান চুরি করে ভাঙারি হিসেবে বিক্রি, গ্রেপ্তার ৩

নসরুল হামিদের ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট জব্দ, ৭০ অ্যাকাউন্ট অবরুদ্ধ

বাবর-রিজওয়ানদের জন্য আবারও নতুন কোচের সন্ধানে পিসিবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় রাজি ইরান!

পলিটেকনিক শিক্ষার্থীদের আলটিমেটাম

ধর্ষণের পর বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা

সরকারি প্রতিষ্ঠানগুলো তেলাপোকা-কৃমি-কেঁচোতে আক্রান্ত : ব্যারিস্টার ফুয়াদ 

নারী বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান

‘হাসিনা-কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে’

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি

১০

আনন্দ-উল্লাসে আবুধাবিতে বাংলা নববর্ষ উদযাপিত

১১

জ্বালানি খাতে ২৯ হাজার কোটি টাকা ঋণ শোধ করেছে সরকার

১২

নারী পোশাক শ্রমিককে গলাকেটে হত্যা, স্বামী পলাতক

১৩

খুলনায় আ.লী‌গের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের খুঁজছে পুলিশ

১৪

মানুষের চোখে কখনো দেখা যায়নি এই রং, দাবি বিজ্ঞানীদের

১৫

সিলেটে টেস্ট / প্রথম সেশনে বাংলাদেশের ভালো শুরু, তবে বৃষ্টির হানা

১৬

স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি এখন জিয়া মঞ্চের সভাপতি

১৭

তাহলে কি ব্রাজিলের দায়িত্ব নিতে যাচ্ছেন আনচেলত্তি?

১৮

ঐকমত্য কমিশনের সঙ্গে আবারও বৈঠকে বিএনপি

১৯

এখনো খোঁজ মেলেনি অপহৃত সেই ৫ শিক্ষার্থীর

২০
X