কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৯ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ
স্বাচ্ছন্দ্যময় যোগাযোগের নতুন দিগন্ত

রিভো নিয়ে এলো ইলেকট্রিক মোটরসাইকেল এ০১ ও সি০৩

রিভো নিয়ে এলো ইলেকট্রিক মোটরসাইকেল এ০১ ও সি০৩। ছবি : সংগৃহীত
রিভো নিয়ে এলো ইলেকট্রিক মোটরসাইকেল এ০১ ও সি০৩। ছবি : সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বিশ্বখ্যাত ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো। ব্র্যান্ডটি ইতোমধ্যে আফ্রিকা অঞ্চলে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। পাকিস্তান সফলভাবে বাজারজাত করার পর এবার বাংলাদেশে ৬ষ্ঠ দেশ হিসেবে এর সর্বাধুনিক মোটরসাইকেল নিয়ে আসছে ব্র্যান্ডটি।

বিশ্ব এখন সবুজ ও স্মার্ট যোগাযোগ সমাধানের দিকে ঝুঁকেছে। ফলে, যাতায়াত মাধ্যম হিসেবে ইলেকট্রিক গাড়ির ব্যবহার হয়ে উঠছে আগামীর বিকল্প। বৈদ্যুতিক গাড়ি (ইভি), বিশেষ করে দুই চাকার যানবাহন প্রথাগত ইন্টার্নাল কমবাশন ইঞ্জিনের (আইসিই) তোলনায় অনেক বেশি টেকসই ও সাশ্রয়ী বিকল্প হতে পারে।

বিভিন্ন দিক বিবেচনা করলে দেখা যায়, একটি মোটরসাইকেলের ২ বছরের জ্বালানির খরচের সমান দামে একটি ইলেকট্রিক বাইক কেনা যাবে। পাশাপাশি, গণপরিবহনে দেড় বছর যাতায়াত খরচের অর্থ দিয়ে একটি ইলেকট্রিক যানবাহন কিনে ফেলা সম্ভব হবে। সাশ্রয়ী অপারেটিং খরচের পাশাপাশি ইলেকট্রিক যানবাহনগুলোতে সর্বাধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহার করা হয়। ফলে, পরিচ্ছন্ন ও টেকসই আগামী নিশ্চিত করার সঙ্গে ব্যবহারকারী অনবদ্য অভিজ্ঞতাও উপভোগ করার সুযোগ পান।

রিভো নিয়ে এসেছে অনন্য বিদ্যুৎচালিত যোগাযোগব্যবস্থা। স্মার্ট, উদ্ভাবনী ও ভবিষ্যৎ-বান্ধব যোগাযোগ ব্যবস্থায় প্রতিশ্রুতিবদ্ধ হিসেবে প্রযুক্তিপ্রেমী মানুষের কাছে সুপরিচিত এই প্রতিষ্ঠান। এবার বাংলাদেশে একদম নতুন দুইটি ইলেকট্রিক মোটরসাইকেল- এ০১ এবং সি০৩ নিয়ে এলো প্রতিষ্ঠানটি। এই মোটরসাইকেলগুলো যাতায়াত মাধ্যমে বিপ্লব ঘটানোর পাশাপাশি মানুষ ও দেশের জন্য একটি পরিবেশবান্ধব, টেকসই পরিবহন ব্যবস্থার সূচনা করতে ভূমিকা রাখবে।

রিভো এ০১ হতে পারে নিত্যদিনের যাতায়াতের একটি নিরাপদ মাধ্যম। একটি নির্ভরযোগ্য এবং নিরাপদ বৈদ্যুতিক মোটরসাইকেল খুঁজছেন এমন মানুষদের দৈনন্দিন যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে এটি ডিজাইন করা হয়েছে। এই মোটরসাইকেল রয়েছে ৬০ভি ২১ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি এবং এক হাজার ওয়াটের শক্তিশালী মোটর। ফলে খুব সহজেই শহরের মধ্যে ৪৫ কিমি/ঘণ্টা পর্যন্ত গতিতে চলতে সক্ষম এই মোটরসাইকেলটি। এই মোটরসাইকেলে একটি ১২-টিউব, ৩০এ ভেক্টর-ভিত্তিক কন্ট্রোলার রয়েছে; যার সাহায্যে রাইডার পাবেন অপ্টিমাইজড পারফরম্যান্স।

এ ছাড়া ব্যবহারিক কার্যকারিতা এবং নান্দনিকতা দুটি বিষয় বিবেচনায় নিয়ে এই মোটরসাইকেল তৈরি করা হয়েছে। ব্যাটলশিপ গ্রে, মেটালিক ব্ল্যাক এবং পার্ল রেড এই ৩টি রঙে পাওয়া যাচ্ছে এই মোটরসাইকেল। আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে রিভো এ০১- এ আছে ফ্রন্ট ডিস্ক ব্রেক, রিয়ার ড্রাম ব্রেক এবং উভয় প্রান্তে হাইড্রোলিক সাসপেনশন। স্মার্ট মানুষদের জন্য আরও রয়েছে রিমোট-কন্ট্রোল অ্যান্টি-থেফ্ট সিস্টেম; যার ফলে রাইডারদের আর মোটরসাইকেলের নিরাপত্তা নিয়ে (চুরি হওয়ার ভয়) ভাবতে হবে না।

অন্যদিকে, রিভো সি০৩ নিশ্চিত করবে দুর্দান্ত পারফরম্যান্স, সঙ্গে বিলাসিতার ছোঁয়া। যারা আরও জাঁকজমকপূর্ণ এবং দুর্দান্ত গতি উপভোগ করতে আগ্রহী তাদের জন্য রিভো সি০৩ এর কোনো বিকল্প নেই। এই মোটরসাইকেলে রয়েছে ৭২ভি ৩৫ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি এবং দুই হাজার ওয়াটের শক্তিশালী মোটর। গতি, স্থিতিশীলতা এবং প্রযুক্তিগত উৎকর্ষের সমন্বয়ে তৈরি একটি চমৎকার মোটরসাইকেল খুঁজছেন এমন মানুষদের জন্য সি০৩ হতে পারে খুবই যুতসই একটি অপশন। উন্নত ১২-টিউব, ৩০এ ভেক্টরভিত্তিক কন্ট্রোলার (দ্বিতীয় সংস্করণ) এবং সিবিএস (কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম) সিস্টেম থাকার কারণে রাইডাররা উপভোগ করতে পারবেন উন্নত নিরাপত্তা এবং মোটরসাইকেলের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ। এই মোটরসাইকেলে আরও আছে ১২-ইঞ্চি ভ্যাকুয়াম টায়ার (১১০/৭০-১২) এবং ফ্রন্ট ও রিয়ার ডিস্ক ব্রেক; ফলে সব জায়গাতেই (উঁচু-নিচু) মসৃণভাবে চালানো যাবে এই মোটরসাইকেল। মেটালিক ব্ল্যাক এবং ব্যাটলশিপ গ্রে এই দুটি রঙে পাওয়া যাচ্ছে এই মোটরসাইকেলটি। বাংলাদেশের রাস্তায় নতুন হেড টার্নার হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে রিভো সি০৩।

এ০১ এবং সি০৩ উভয় মডেলেই আছে হাই-লাইফ-সাইকেল ব্যাটারি এবং অত্যাধুনিক প্রযুক্তি। দীর্ঘ সময় ও আরামদায়ক রাইডের পাশাপাশি, রিমোট কন্ট্রোল অ্যান্টি-থেফট সিস্টেম থাকার ফলে রাইডারদের মোটরসাইকেলের নিরাপত্তা নিয়ে আর চিন্তা করতে হবে না। যেকোনো সমস্যায় আছে স্মার্ট সমাধান।

এছাড়া, রিভোর মোটরসাইকেলগুলো পরিবেশবান্ধব ও স্মার্ট যানের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ডিজাইন করা হয়েছে। কর্মক্ষমতা, শৈলী এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থার সমন্বয় করে ডিজাইন করা হয়েছে এই মোটরসাইকেলগুলো।

এ০১ এবং সি০৩ এখন বাংলাদেশের সকল শীর্ষ বৈদ্যুতিক গাড়ির ডিলারদের কাছে পাওয়া যাচ্ছে। আরও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন - www.revoo.com.bd

প্রযুক্তি-নির্ভর প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে একটি পরিচ্ছন্ন, সবুজ ও যোগাযোগের উদ্ভাবনী আগামী হিসেবে বিদ্যুৎচালিত মোটরসাইকেলের মাধ্যমে নিজের উপস্থিতি বাড়াতে চায় ট্রান্সশন হোল্ডিংস। আজকের ভোক্তা, বিশেষ করে প্রযুক্তিপ্রেমী সেসব মানুষ যারা যাতায়াতের ক্ষেত্রে টেকসই সমাধান খুঁজছেন তাদের জন্য সর্বাধুনিক পণ্য নিশ্চিত করাই ট্রান্সশনের লক্ষ্য।

হোম অ্যাপ্লায়েন্স, আইওটি সল্যুশনসহ মোবাইল ফোনের উৎপাদক প্রতিষ্ঠান হিসেবে বিশ্বজুড়ে সুপরিচিত ট্রান্সশন হোল্ডিংস। বিশ্বের ৭০ টিরও বেশি দেশের মানুষের কাছে উদ্ভাবনী পণ্য ও সেবা নিয়ে পৌঁছে যাওয়া এই প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী এর ক্রেতাদের জীবনমান সমৃদ্ধ করতে প্রতিজ্ঞাবদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদের পর বেগম মিয়ার পাশে রূপায়ণ গ্রুপ

‘মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু’ বলায় ঝলসে দিল কিশোরীর শরীর

আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশের ৭ শিক্ষার্থী

প্রবাসী নারী কর্মীদের পৃথক অভিযোগ সেল গঠনের উদ্যোগ

তামান্নার ‘মায়ার বাঁধন’

ডেঙ্গুতে মারা গেল আরও ৬ জন

হাসপাতালের চিত্র বলতে গিয়ে কাঁদলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী

‘কিছু পরকাল ব্যবসায়ী আছে, যারা জান্নাত-জাহান্নামের সার্টিফিকেট দেয়’

‘নৌ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে মহাসাগর চুরি হয়েছে’

দেশকে ফ্যাসিস্ট ফর্মুলায় নেওয়ার সুযোগ নেই : আমিনুল হক

১০

‘কয়েকজন সমন্বয়ক বেইমানি করতে চেয়েছিল’

১১

শুকিয়ে গেছেন রণবীর

১২

পাহাড়ে বিশৃঙ্খলার প্রতিবাদে শাহবাগে মানববন্ধন

১৩

শহীদ সাজিদের ফাঁকা আসনে জাতীয় পতাকা ও ফুল

১৪

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ

১৫

ঢাবিতে ছাত্র-শিক্ষক সংলাপ অনুষ্ঠিত

১৬

সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

১৭

পদোন্নতিবঞ্চিত ও বৈষম্যের শিকার শ্রম পরিদর্শকদের বিক্ষোভ

১৮

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

১৯

মানুষ চায় ম্যানসিটি নিশ্চিহ্ন হয়ে যাক: গার্দিওলা

২০
X