সামুদা স্পেক-কেম লিমিটেড তাদের নতুন ব্র্যান্ড ‘উড মাস্টার’র মাধ্যমে কাঠের লেকারের বাজারে প্রবেশের ঘোষণা দিয়েছে।
সামুদা স্পেক-কেম লিমিটেড তাদের নতুন ব্র্যান্ড ‘উড মাস্টার’-এর মাধ্যমে কাঠের লেকারের বাজারে প্রবেশের ঘোষণা দিয়েছে। সামুদা স্পেক-কেম লিমিটেড নিজস্ব ফ্যাক্টরিতে উন্নত প্রযুক্তির মাধ্যমে তৈরি করছে- Sealer, Top Coat, Stain, Hardener, Thinner সহ অন্যান্য উড লেকার পণ্য। পরিবেশবান্ধব ও টেকসই এ পণ্যগুলো কাঠের সুরক্ষা এবং ফিনিশিংয়ে নতুন মাত্রা আনবে।
সামুদা স্পেক-কেম লিমিটেডের সব অনুমোদিত পরিবেশক ও রিটেইল শপে এখন ‘উড মাস্টার’-এর পণ্য পাওয়া যাবে।
মন্তব্য করুন