সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার ৬৫ দিন পর অবশেষে চট্টগ্রামে ফিরলেন ২৩ নাবিক। এর মধ্য দিয়ে নাবিকদের স্বজন-পরিবারের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো।
নাবিকদের উৎকণ্ঠা কেটে যেতেই উচ্ছ্বাস, উদ্দীপনা আর পরিবারের স্বজনরা বরণ করে নেন তাদের। মুক্ত হওয়া নাবিকদের ফুল দিয়ে বরণ করে নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
জাহাজের ফোর্থ ইঞ্জিনিয়ার তানভীর আহমদকে নিতে বন্দরে আসেন তার মা জোৎস্না বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
নাবিক তানভীর আহমদ বলেন, জিম্মিদশায় থাকা অবস্থায় ৩৩ দিন মনে হচ্ছিল বছরের বেশি। কবে ফিরব বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল আরও দীর্ঘ হবে। আজকের এই মুহূর্তের জন্যই সারাটা ক্ষণ অপেক্ষা করছিলাম।
মঙ্গলবার (১৪ মে) বিকেল ৪টার দিকে নাবিকরা এমভি আব্দুল্লাহর মালিক প্রতিষ্ঠান কেএসআরএমের লাইটার জাহাজ জাহান মণি-৩ এ করে বন্দরে পৌঁছান।
নাবিকদের চট্টগ্রাম পৌঁছানো উপলক্ষে বন্দরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মন্তব্য করুন