চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে জাহাজের পাখা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (১০ জুন) দুপুরে বাকলিয়া মন্দিরঘাট এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
আরও দুই থেকে তিন দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
সদরঘাট নৌ-পুলিশের ওসি একরাম উল্লাহ বলেন, ধারণা করছি কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মন্তব্য করুন