চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে আবারও গাড়ি দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে টানেলের ভেতরে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।
বঙ্গবন্ধু টানেল ট্রাফিক ইনচার্জ তানভীর রিফাত জানান, বৃহস্পতিবার সকালে টানেলের আনোয়ারা প্রান্ত থেকে একটি পণ্যবাহী পিকআপ পতেঙ্গা প্রান্তে যাওয়ার সময় গাড়িটি টানেলের টিউব থেকে বের হওয়ার আগমুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের সঙ্গে ধাক্কা খায়। পরে নিরাপত্তা কর্মীরা ওই গাড়ি জব্দ করে। তবে এতে টানেলের বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।
এর আগে মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু টানেলের সংযোগ সড়কে একটি যাত্রীবাহী মাইক্রোবাস উল্টে যায়।
মন্তব্য করুন