চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৬তম আসরে আবারও চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে এবারও তিনি কুমিল্লা সদরের রাশেদ বলীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বলী খেলা ও বৈশাখী মেলা কমিটির সদস্য সচিব ও আব্দুল জব্বারের নাতি শওকত আনোয়ার বাদল জানান, এবার বলী খেলায় ১২০ জন নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৮০ জনকে বাছাই করে প্রতিযোগিতার জন্য মনোনীত করা হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার সেই বাঘা শরীফ। কুমিল্লা সদরের রাশেদ বলীকে পরাজিত করে তিনি চ্যাম্পিয়ন হন।
এর আগে শুক্রবার বিকেলে চট্টগ্রামের লালদিঘি মাঠের অস্থায়ী মঞ্চে বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় বলী খেলার ১১৬তম আসর।
মন্তব্য করুন