চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : কালবেলা
চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : কালবেলা

চট্টগ্রামের রাউজানে একের পর এক প্রাণ ঝরছেই। গেল আট মাসে প্রায় ৯ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে উপজেলাটিতে। কিন্তু প্রশাসনের অভিযান নিয়ে এখনো সন্তুষ্ট হতে পারছে না স্থানীয়রা। তারা বলছেন, রাজনৈতিক অস্থিরতার কারণেই এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।

চার দিনের মাথায় দুই হত্যাকাণ্ডের পর চট্টগ্রাম পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এসময় তিনি এসব অপরাধ দমনে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন।

বুধবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ‘দরজা বন্ধ’ করে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

এসময় তিনি বলেছেন, ফটিকছড়ি, রাউজান, পটিয়া ও সাতকানিয়া এলাকা হলো পাহাড় ও সমতল সংমিশ্রণ। এখানকার সমস্যা অন্যান্য এলাকার চেয়ে ডিফারেন্ট। আমরা এ ব্যাপারে আলাপ করছি, এখানে সন্ত্রাসীরা অপকর্ম করে পাহাড়ের দিকে চলে যায়। প্রকাশ্যে কেউ যদি করে থাকে আমি আপনাদের সামনে বলে গেলাম- প্রকাশ্যে হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, এছাড়া একটি আরাকান সংগঠনকে ঘিরে সাম্প্রতিক সময়ের বিভিন্ন ভিডিও ও টিকটক কনটেন্ট সম্পর্কে তিনি বলেন, এখন দেখতে হবে আরাকান আর্মি ফাইট করছে অনেকদিন যাবৎ। এদের অনেকে এপারে বিয়ে করে ফেলছে- এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু যে হারে ভিডিওতে আসছে বিষয়টা তা নয়। টিকটক ভিডিও অনেকভাবে করা যায়। সবটা যে সত্য তা না, আবার সবটা যে মিথ্যা তাও না। এটার ক্ষেত্রে আপনাকে ব্যালেন্স করতে হবে।

এসময় তিনি আরও বলেন, আরাকান ওই বর্ডারটা ডিফিকাল্ট বর্ডার। আমরা তো মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রাখি। কিন্তু বর্ডারটা দখল করে আছে আরাকান আর্মি। এখন মিয়ানমার থেকে কিছু আমদানি-রপ্তানি করতে হলে মিয়ানমার সরকারকে ট্যাক্স দিতে হয় আবার আরাকান আর্মিতে যারা আছে তারাও পয়সা নিচ্ছে। এখানে একটা সমস্যা আছে আপনাকে বুঝতে হবে। এটার সমাধানে চেষ্টা চলছে। আর সীমান্ত পুরাভাবে রক্ষিত আছে।

যৌথবাহিনীর অভিযান নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, যৌথবাহিনীর অভিযান কোনো অবস্থায় কমেনি। বরং আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে।

গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে ঘটনা ঘটে, সত্যি ঘটনা আপনারা অবশ্যই প্রকাশ করবেন। তখন আমাদের কাজ করতে সুবিধা হয়। কিন্তু অনেক সময় আছে দুই একজন ঘটনা সত্যি নয় কিন্তু তা প্রকাশ করে দেয়। সেসময় ইনভেস্টিগেশন করে দেখা যায়- ঘটনা সত্যি নয়, তখন অসুবিধা হয়। পার্শ্ববর্তী দেশের সাংবাদিকরা এর সুবিধাটা নেয়। যেহেতু জানেন যে তারা মিথ্যা সংবাদ বেশি পরিবেশন করে।

পাহাড় অশান্ত কি না— এমন প্রশ্নের জবাবে তিনি নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, আমি পাহাড়ে তিনবার চাকরি করেছি। ক্যাম্প কমান্ডার ছিলাম, সিও ছিলাম ও বিগ্রেড কমান্ডার ছিলাম। পাহাড়ে অশান্ত তো আপনারা দেখেনই। এখন ওই তুলনা করতে গেলে পাহাড় এখন পুরোটাই শান্ত। এই ছোটখাটো অপহরণ আমাদের প্লেইন ল্যান্ডেও (সমতল) তো হচ্ছে। খালি পাহাড়ে কেন দোষ দেন। পাহাড় আগের থেকে অনেক ভালো অবস্থায় আছে, অনেক শান্ত আছে। আমি বাঘাইহাটে ছিলাম। সেখানে ল্যান্ডমাইন দিয়ে একসঙ্গে পিকআপ উড়িয়ে দিয়েছে। তিনজন, চারজন করে মারা গেছে। সেসময় এই খবরগুলো আসেও নাই, প্লাস ওই এলাকায় এক্সেসেবিলিটিও ছিল না। কিন্তু এখন তো পাহাড়ের অবস্থা এতো ভালো— আল্লাহ দিলে ওই রাস্তা দিয়ে আপনারা সাজেক চলে যাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নর্দান ইউনিভার্সিটিতে প্রথমবার অনুষ্ঠিত হলো বৈশাখী উৎসব

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অস্থিরতা নিয়ে সরকার উদ্বিগ্ন : শিক্ষা উপদেষ্টা

সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আনিসুল হকের বান্ধবী তৌফিকার ব্যাংকের ৪৩ কোটি টাকা ফ্রিজ

পরাজয়ের পর বেতন বৃদ্ধির প্রশ্নে ক্ষুব্ধ শান্ত

এস আলমের ৪০৭ কোটি টাকার ১৫৯ একর জমি জব্দ

পারভেজ হত্যা : দুই তরুণীকে খুঁজে বের করতে বললেন বিচারক

ইসলামী আন্দোলনের যৌথসভা / জাতীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার ব্যাপারে কৌশলগত ঐকমত্য

চার শিক্ষাপ্রতিষ্ঠানে ঘণ্টা বাজাল প্রতিবন্ধী শিশুরা

পাবনায় ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

১০

এবার কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ

১১

১০ বছরের সঞ্চয়ে ফেরারি গাড়ি, এক ঘণ্টা চালাতেই বিস্ফোরণ

১২

৩ দফা দাবিতে জবি হিউম্যান রাইটস সোসাইটির মানববন্ধন 

১৩

অফিসে ঢুকে প্রধান শিক্ষককে বেধড়ক পেটানোর অভিযোগ

১৪

টিসিবির কার্যক্রমে ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান বাণিজ্য উপদেষ্টার

১৫

কানাডায় অভিবাসীদের ভবিষ্যৎ কী অনিশ্চিত?

১৬

ঢাকা বিশ্ববিদ্যালয় / ভিসির অনুমোদনের পরেও তথ্য পান না সাংবাদিকরা!

১৭

হৃদয়ের নিষেধাজ্ঞা ফিরছে, শরফুদ্দৌলাও ফিরিয়ে নিয়েছেন পদত্যাগপত্র!

১৮

রাজউককে জনবান্ধব করতে আইন ও বোর্ডের গঠন বদলাতে হবে: রিজওয়ানা হাসান

১৯

বিচ্ছেদের গল্পে একসঙ্গে ইয়ামি-হাশমি

২০
X