এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মর্যাদাপূর্ণ চ্যাম্পিয়ন ডিলারস্ রিট্রিট অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে সারা দেশের বিভিন্ন স্থান থেকে কোম্পানির সেরা পরিবেশকগণ অংশ নেন।
এই বিশেষ রিট্রিটে ছিল গ্রুপ ট্যুর, নেটওয়ার্কিং, গালা নাইটসহ জাঁকজমকপূর্ণ বিভিন্ন অনুষ্ঠান। পরে চ্যাম্পিয়ন পরিবেশকদের অবদানের স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও গিফট হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে এসএ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএ গ্রুপের এই উদ্যোগ কোম্পানি ও তার পরিবেশকদের মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি ভবিষ্যতের জন্য আরও বৃহত্তর সাফল্যের পথ সুগম করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মন্তব্য করুন