মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২
মিনহাজ তুহিন, চট্টগ্রাম
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ০৬:২৮ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

মা-বাবার কাছে যেতে চায় আরাধ্য

হাসপাতালে আহত শিশু আরাধ্য বিশ্বাস। ছবি : কালবেলা
হাসপাতালে আহত শিশু আরাধ্য বিশ্বাস। ছবি : কালবেলা

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশু আরাধ্য বিশ্বাস ও তার মামাতো ভাই দুর্জয় কুমার বিশ্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। দুজনেরই হাত ও পায়ে অপারেশন হয়েছে। আরাধ্য বিশ্বাসের চিকিৎসা চলছে ঢাকার স্কয়ার হাসপাতালে। আর দুর্জয় চিকিৎসাধীন আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

গত ২ এপ্রিল চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজারগামী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এ ঘটনায় ১১ জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- আরাধ্য বিশ্বাসের বাবা দিলীপ বিশ্বাস (৪৩) ও মা সাধনা মণ্ডল (৩৭), মামা আশীষ মণ্ডল (৫০) ও দিলীপ বিশ্বাসের সহকর্মী রফিকুল ইসলাম (৪৮), তার স্ত্রী লুৎফুন নাহার (৩৭), তিন মেয়ে তাসনিয়া ইসলাম প্রেমা, লিয়ানা, আনিশা; তাদের ফুফাতো বোন তানিফা ইয়াসমিন, দিলীপ বিশ্বাসের আরেক সহকর্মী মোক্তার আহমেদ (৫২) এবং মাইক্রোবাসের চালক ইউছুফ আলী।

এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল আরাধ্যা বিশ্বাস (৬)। পরবর্তীতে ৪ এপ্রিল চিকিৎসকদের পরামর্শে আরাধ্যাকে ঢাকা স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্যদিকে দুর্ঘটনার পর থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে দুর্জয় কুমার বিশ্বাস (১৮)। দুর্ঘটনায় সে হাত, পা ও মাথায় গুরুতর আঘাত পায়।

দুর্জয়ের সঙ্গে হাসপাতালে থাকা মামা অপূর্ব কুমার ঘোষ কালবেলাকে বলেন, দুর্জয়ের অবস্থা উন্নতির দিকে আছে। হাত ও পায়ে অপারেশন হয়েছে। মুখে তরল খাবার দেওয়া হচ্ছে। তবে মাঝেমধ্যে উল্টাপাল্টা কথা বলে। আবার পরে ঠিক হয়ে যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন কালবেলাকে বলেন, শুক্রবার দুর্জয়ের অপারেশন হয়েছে। সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। হাসপাতালে আরও দুই থেকে তিন সপ্তাহ থাকতে হবে।

এদিকে ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন শিশু আরাধ্য বিশ্বাসও ধীরে ধীরে সেরে উঠছে। তারও হাত-পায়ে অপারেশন হয়েছে। রোববার গ্রামের বাড়িতে তার মা-বাবার শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু সে এখনো মা-বাবার মৃত্যুর খবর জানে না।

ঢাকার স্কয়ার হাসপাতালে তার সঙ্গে থাকা চাচা সম্পর্কের নিখিল কালবেলাকে বলেন, আরাধ্যের দুই পা ও বাম হাতে অপারেশন হয়েছে। হুইল চেয়ারে করে কেবিনের বাইরে ঘুরানো হয়েছে। সে মা-বাবার কথা জানতে চায়। তাদের কাছে যেতে চায়। আমরা তাকে বলেছি তারাও তোমার মতো অসুস্থ। সুস্থ হলে তাদের কাছে নিয়ে যাব।

তিনি আরও বলেন, তাকে আরও কিছুদিন স্কয়ার হাসপাতালে রাখা হবে। চিকিৎসা পরিপূর্ণ শেষ করে বাড়িতে নিয়ে যাওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় বইছে ‘অস্বাস্থ্যকর’ বাতাস 

মেলায় ঘুরতে নিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা করল স্বামী

চট্টগ্রামের সিআরবির বস্তিতে ভয়াবহ আগুন

‘আত্মসমর্পণ নয়, যুদ্ধবিরতি চাই’—ফিলিস্তিনি যোদ্ধাদের জবাব

বঙ্গোপসাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা শুরু

গাজায় নিহত আরও ৩৯

দুপুরে মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

১৫ এপ্রিল : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

প্রশাসনের বর্ষবরণে উপস্থাপক ছাত্রলীগ কর্মী, এসিল্যান্ড বললেন কিছু হবে না!

১০

১৫ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

১১

পিঠে বড়শি গেঁথে শূন্যে ঘুরছে মানুষ

১২

অনর্গল ইংরেজিতে কথা বলে সাড়া ফেলেছেন ট্রাক্টরচালক হৃদয়

১৩

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে কারাগারে যুবক

১৪

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের চাঁদাবাজি থামাতে মানববন্ধন

১৫

আনন্দ শোভাযাত্রায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

১৬

বৈশাখের প্রথম দিনেই শুরু বোরো ধান কর্তন উৎসব

১৭

কালবেলার খবরে সাহায্য মিললেও চিকিৎসা শুরুর আগেই মৃত্যু সাহাদুলের

১৮

ঢাকায় দুর্বৃত্তদের হাতে যুবক খুন

১৯

কুয়েটের ৩৭ শিক্ষার্থী বহিষ্কার, হল খুলবে ২ মে

২০
X