চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবি

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করে দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দারা। ছবি : কালবেলা
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করে দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দারা। ছবি : কালবেলা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছেন দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দারা। এ সময় তারা সড়কটি প্রশস্ত করার কার্যক্রম আগামী ৩০ এপ্রিলের মধ্যে শুরু না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

রোববার (৬ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

পরে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান।

মানববন্ধনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পর্যটন নগরী কক্সবাজার এবং পার্বত্য জেলা বান্দরবান যাতায়াতের প্রধান মাধ্যম। এই সড়ক ব্যবহার করে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য রসদ নেওয়া হয়। একটি সরু সড়কে এত চাপের কারণে প্রায় সময় দুর্ঘটনাসহ প্রাণহানির ঘটনা ঘটে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার টানেলের মতো অপ্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়ন করেছে। কিন্তু গুরুত্বপূর্ণ এই সড়কটি প্রশস্ত করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা অতিদ্রুত সড়কটি ছয় লেনে উন্নীত করার দাবি জানাচ্ছি।

সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান বলেন, প্রতিটি দুর্ঘটনার পর আমাদের আশ্বাস দেওয়া হয় সড়কটি প্রশস্ত করার; কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবার দুই দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানির পর চুনতির-জাঙ্গালিয়ায় সড়কের ওপর স্পিডব্রেকার এবং দুই ইট বসিয়ে দায় সেরেছে কর্তৃপক্ষ। আমরা লোক দেখানো এমন কাজ দেখতে চাই না। বাস্তবিক অর্থে সড়কটিকে ছয় লেন দেখতে চাই। এ জন্য কোনো আমলাতান্ত্রিক জটিলতা না করে দ্রুত কাজ দেখতে চাই।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ সোহাইব বলেন, যে কোনো যুক্তিতেই এটা দেশের অন্যতম প্রায়োরিটি প্রকল্প হওয়া উচিত ছিল। আগামী ৩০ এপ্রিলের মধ্যে আমরা যদি সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি না দেখি, তাহলে দক্ষিণ চট্টগ্রামের সর্বস্তরের মানুষ নিয়ে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) প্রচার-প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক মাহমুদুর রহমান সাঈদী, সিইউজের টিভি ইউনিটের প্রধান তৌহিদুল আলম, ছয় লেন বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মিজানুর রহমান, মুজিবুল হক, শফিকুল আলম, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সংগঠক ইমন মোহাম্মদ, চট্টগ্রাম আদালতের আইনজীবী মো. শরীফ, জিয়াউর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের স্বার্থে সবাইকে এক হতে হবে : সাদাত

ওআইসির নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্ন লেবার পার্টির

সিলেটে বাটার শোরুমে লুটপাট

বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে স্পেন প্রবাসী নিহত, আহত ১২

সাতক্ষীরায় ছাত্র-জনতা হত্যায় জড়িত আ.লীগ নেতা কোপাত মোড়ল গ্রেপ্তার

অবৈধ ইসরাইলকে গুঁড়িয়ে দিন : ড. কেরামত আলী

ইসরায়েলি পণ্য মাটিতে ফেলে ঢাকা উত্তর বিএনপির প্রতিবাদ

ইসরায়েলি রাষ্ট্রদূতকে সম্মেলন থেকে বহিষ্কার

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মিছিল, পুলিশের বাধা

যমুনা ব্যাংকের এসএভিপি প্রশান্ত কুমারের ৯ হিসাব অবরুদ্ধ 

১০

আইনজীবী হত্যায় উত্তাল মৌলভীবাজার

১১

সেনা কল্যাণ সংস্থার কারখানা পরিদর্শনে বাণিজ্য উপদেষ্টা

১২

জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৬ শি‌শু

১৩

‘বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের পরিবর্তে নতুন সংঘ গঠিত হতে পারে’

১৪

বিদ্যালয়ের পাশেই পুড়ছে ইট

১৫

গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে পিবিপ্রবিতে মানববন্ধন ও কর্মবিরতি 

১৬

কারাগারে যাওয়ার সময় জামায়াত নেতার সঙ্গে করমর্দন করলেন সাবেক মন্ত্রী

১৭

রাষ্ট্রপতির সম্মতি, আইনে পরিণত হলো ওয়াকফ বিল

১৮

জেলের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

১৯

শেরপুরে ইউএনও-এসিল্যান্ডের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

২০
X