চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় কাপড়ের কারখানা, গোডাউন ও কয়েকটি দোকানে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে ৬ ঘণ্টায়ও পুরোপুরি নির্বাপণ করা যায়নি আগুন। শেষ খবর পাওয়া পর্যন্ত কাজ করছে ৫টি ইউনিট।
রোববার (৯ মার্চ) বেলা ২টা ৫০ মিনিটের দিকে নগরের বায়েজিদ থানার আমিন জুট মিলসের উত্তর গেট সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা ছাড়াতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। যদিও ফায়ার সার্ভিস থেকে সে রকম কোনো তথ্য জানানো হয়নি।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষের একজন অপারেটর কালবেলাকে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী, কালুরঘাট ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৬টি ইউনিট আগুন নির্বাপণে যোগ দিয়েছিল। শেষ পর্যন্ত আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটি ইউনিট চলে এলেও বাকিরা এখনো নির্বাপণে কাজ করছে।
মন্তব্য করুন