চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নির্ধারিত মূল্যের বেশি দামে খোলা ভোজ্যতেল বিক্রি বা মজুতদারি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে প্রশাসন কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে।
বুধবার (৫ মার্চ) দুপুরে নগরীর কাজীর দেউরি বাজার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন চসিক সচিব মো. আশরাফুল আমিন ও ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
ডা. শাহাদাত হোসেন বলেন, খোলা ভোজ্যতেলের মূল্য নির্ধারণ করা হয়েছে। কেউ এই দামের চেয়ে বেশি নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাজার স্থিতিশীল রাখতে সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে প্রতিটি বাজারে মনিটরিং টিম কাজ করছে।
ডা. শাহাদাত হোসেন বলেন, কিছু ব্যবসায়ী দাবি করেছেন, তারা বেশি দামে তেল কিনেছেন, তাই বেশি দামে বিক্রি করতে চান। কিন্তু আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা যাবে না।
তিনি বলেন, জনগণ এখন অনেক সচেতন। তারা অন্যায়ভাবে বেশি দামে তেল কিনবে না। যদি কেউ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা চায়, তাহলে জনগণকে প্রতিবাদ করতে হবে এবং আমাদের ম্যাজিস্ট্রেট টিমকে জানাতে হবে।
এদিকে বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে সিটি করপোরেশনের তিনজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। নগরীর ব্যাটারি গলি বাজারে অভিযানের সময় বিভিন্ন মুদি দোকান, তেলের দোকান, দৈনন্দিন কাঁচা বাজারের দোকানে মূল্য তালিকা না থাকার অভিযোগে ১২ দোকানদারের বিরুদ্ধে মামলা দায়ের করে ১৩ হাজার টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
খাতুনগঞ্জে অভিযানের সময় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে ২ হাজার টাকা জরিমানা করেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা।
এছাড়া বহদ্দারহাটে অভিযান পরিচালনা করে নির্ধারিত মূল্যে সয়াবিন তেল বিক্রির জন্য ব্যবসায়ীদের নির্দেশনা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসী।
মন্তব্য করুন