বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন জেলা উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে নগরের অফিসার্স ক্লাবে এই প্রতিনিধি সভা শুরু হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি সুপ্রিম মজুমদার দুলালের পরিচালনায় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজারসহ বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
বক্তারা বলেন, ৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের মানুষের বেঁচে থাকা ও টিকে থাকা চ্যালেঞ্জ হয়ে পড়েছে। প্রতিনিয়ত নানা পরিস্থিতির মুখোমুখি হচ্ছে এই সম্প্রদায়ের মানুষ। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসব সংকটে তাদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দলও।
মন্তব্য করুন