চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে দুটি দেশীয় এলজি পেয়েছে পুলিশ। সে সময় বেলাল হোসেন (৩৫) নামের ওই যুবককে আটক করা হয়।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হাজি ক্যাম্প এলাকার চেকপোস্টে তল্লাশিকালে তাকে আটক করা হয়। বেলাল হোসেন ফেনী ছাগলনাইয়া এলাকার বাসিন্দা।
পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ কালবেলাকে জানান, আটক ব্যক্তি সদরঘাট থেকে সিএনজিচালিত অটোরিকশায় বয়েজিদ বোস্তামী এলাকার ছিন্নমূল যাচ্ছিলেন। সকাল থেকে থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চলছিল। সে সময় পাহাড়তলী হাজি ক্যাম্পের সামনে একটি সিএনজি অটোরিকশা তল্লাশির সময় বেলাল হোসেনকে সন্দেহজনক মনে হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে দুটি এলজি পাওয়া যায়। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। সংশ্লিষ্ট আইনে মামলা করে তাকে আদালতে পাঠানো হবে।
মন্তব্য করুন