চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে। এতে অগ্নিদগ্ধ হয়ে তিনজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে বলুয়ারদীঘির পশ্চিম পাড়ের জাফর সওদাগর কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে উপজেলার চন্দনপুরা ও নন্দনকানন স্টেশনের ৪টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক আব্দুল মালেক বলেন, দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থল থেকে ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে দুজনের মৃত্যুর সংবাদ পেয়েছি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ৩৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
মন্তব্য করুন