গত ১৬ বছরের অত্যাচার মানুষ মাফ করলেও, আল্লাহ করবেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিএনপি কেন্দ্রঘোষিত ৩১ দফা বাস্তবায়নে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা এলাকায় গণসংযোগ ও পথসভায় এ মন্তব্য করেন তিনি।
হুম্মাম কাদের চৌধুরী বলেন, আজ কোদালায় যে বাজারেই গেছি, সেখানেই শত শত মানুষ। তারা আমার সঙ্গে দেখা করতে চায়, কথা বলতে চায় এবং মনের ব্যথা আমাদের সঙ্গে শেয়ার করতে চায়। প্রতিটি মানুষের ওপরে যে অত্যাচার চলেছে তা আমরা মানুষ হিসেবে হয়তো মাফ করতে পারি। কিন্তু উপরে যিনি বসে আছেন তিনি মাফ করবেন না।
তিনি বলেন, আমার বাবা যখন রাউজান রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি তিন আসন থেকে নির্বাচন করেন, তখন রাউজানের অংশটা এ কোদালা মাদ্রাসা থেকেই শুরু করতেন। এ মাদ্রাসার প্রতি ওনার একটা দুর্বলতা ছিল। আমার যা টাকা-পয়সা আছে, আমি সিদ্ধান্ত নিয়েছি তা আমি এ রাঙ্গুনিয়ার মসজিদ-মাদ্রাসায় খরচ করব। মাদ্রাসার কিছু দায়িত্ব আমাকেও দিতে হবে এবং দোয়া করবেন যেন সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।
মন্তব্য করুন