চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

জানুয়ারির মধ্যেই বই পাবে প্রাথমিকের শতভাগ শিক্ষার্থী : গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি : কালবেলা
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি : কালবেলা

জানুয়ারির মধ্যেই প্রাথমিকের শতভাগ শিক্ষার্থী বই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

রোববার (২৬ জানুয়ারি) নগরীর সার্কিট হাউসের সভাকক্ষে মাঠপ্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে বিভাগীয় কমিশনার কার্যালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় কোথাও দুর্নীতি পেলে সঙ্গে সঙ্গে তুলে ধরতে অনুরোধ জানিয়ে দুর্নীতির প্রমাণ পেলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রতিশ্রুতি ব্যক্ত করেন উপদেষ্টা।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, স্বাধীনতার পর অনেক অনেক শিক্ষানীতি করা হয়েছে। সে জন্য বিভিন্ন ধরনের প্রস্তাবও পেশ করা হয়েছে কিন্তু তা কখনো কার্যকর হয়নি। এটা মূলত আমাদের জাতীয় সমস্যা। এর জন্য আমাদের দেশের অগ্রসর নাগরিকদের এগিয়ে আসতে হবে বলে আমি মনে করি। বিশ্বের সমৃদ্ধ দেশগুলো তাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে প্রণয়ন করে যেন দেশের প্রতিটি নাগরিক এ শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে যায়।

তিনি বলেন, এ জন্যই তাদের মধ্যে একই ধরনের মূল্যবোধ সঞ্চার হয়। অথচ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা দিন দিন বিভক্তির দিকে ধাবিত হচ্ছে। ঔপনিবেশিক শাসন ব্যবস্থা থেকে আমরা মুক্তি পেয়েছি ঠিক কিন্তু সে কাঠামোতে এখনো বন্দি। আমরা কাগজে-কলমে শিক্ষিত হচ্ছি ঠিক কিন্তু এখনো প্রকৃত শিক্ষিত হয়ে উঠিনি। আমি জানি এ দুরবস্থা এত কম সময়ে সমাধান করা সম্ভব নয়। সে জন্যই আজকে মাঠপ্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছি, আপনাদের পরামর্শ নিয়েছি। আশা করছি এ আলোচনা সভা ফলপ্রসূ হবে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মো. আতাউর রহমান প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রামের সার্বিক তথ্য উপস্থাপন করেন।

উপদেষ্টা পরে চট্টগ্রামে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) পরিদর্শন ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা এবং শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। পরে পিটিআই সংলগ্ন পরীক্ষার বিদ্যালয় পরিদর্শন করে তিনি সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের লেখাপড়ার খোঁজখবর নেন।

এছাড়াও সকালে উপদেষ্টা চট্টগ্রামে এমএ আজিজ স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (চট্টগ্রাম জেলা) ২০২৪-এর উদ্বোধন করেন। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, জেলা প্রশাসক ফরিদা খানম এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার ঢাকার যেসব এলাকার মার্কেট বন্ধ

২৮ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

‘পুত্রবধূদের পরিচর্যায় খালেদা জিয়া এখন অনেকটা সুস্থ’

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় গুচ্ছে থাকতে ভিসিদের নির্দেশনা

পার্লামেন্টের সিট দিয়ে আমাদের কিনতে পারবেন না : হাসনাত

রেলের আহ্বান প্রত্যাখ্যান করে কর্মবিরতি / সারাদেশে ট্রেন চলাচল বন্ধ

ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে রেল ভবনে জরুরি সভা 

‘কমিউনিটি অ্যাফেয়ার্স সেল’ গঠন করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সভাপিত রাকিবুল, সহ-সভাপতি বারী / ডেনমার্কে প্রবাসী বাংলাদেশিদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

৩৩ হাজার কিমি বেগে ধেয়ে আসছে ঝড়, চমকে গেলেন বিজ্ঞানীরাই

১০

আলফা ইসলামী লাইফকে ৭ লাখ টাকা জরিমানা

১১

বিএনপি ক্ষমতায় আসলে জনগণ স্বাধীনতা ভোগ করবে : নয়ন 

১২

স্লোগানে সমাবেশ মাতালেন যুবদল নেতা নয়ন

১৩

‘ঢাবি শিক্ষকরা ৭ কলেজকে হাতছাড়া করতে রাজি হননি’

১৪

আন্দোলনে পঙ্গুত্ব বরণ করা ইমরানকে দেখতে হাসপাতালে তারিক

১৫

সরকার আন্তরিক হলে মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব : বুলবুল

১৬

মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মুশফিকুল ফজল আনসারীর যোগদান

১৭

রুপা-শাকিলের পক্ষে জাতিসংঘে অভিযোগ

১৮

হাবিপ্রবি স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের নেতৃত্বে রাকিব-রাদিত

১৯

প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন : মান্না

২০
X