কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ১২:২৮ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর

আদালতে নেওয়া হয় চিন্ময় দাসকে। ছবি : সংগৃহীত
আদালতে নেওয়া হয় চিন্ময় দাসকে। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর (৩৮) জামিন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন।

এর আগে সোমবার (২৫ নভেম্বর) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, ‘পুলিশের একটি অনুরোধের প্রেক্ষিতে তাকে ডিবি গ্রেপ্তার করেছে। যারা আবেদন করেছে, তাদের কাছে তাকে হস্তান্তর করা হবে।’

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। মো. ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলাটি করেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা দায়ের হয়। মামলার পরই দুজনকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন- রাজেশ চৌধুরী ও হৃদয় দাশ।

মামলার আসামিরা হলেন- পুণ্ডরীক ধাম মন্দিরের অধ্যক্ষ চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত (৩৪), নগরীর প্রবর্তক ইসকন মন্দিরের অধ্যক্ষ লীলা রাজ দাশ ব্রহ্মচারী (৪৮), গোপাল দাশ টিপু (৩৮), ডা. কথক দাশ (৪০), প্রকৌশলী অমিত ধর (৩৮), রনি দাশ (৩৮), রাজীব দাশ (৩২), কৃষ্ণ কুমার দত্ত (৫২), জিকু চৌধুরী (৪০), নিউটন দে ববি (৩৮), তুষার চক্রবর্তী রাজীব (২৮), মিথুন দে (৩৫), রুপন ধর (৩৫), রিমন দত্ত (২৮), সুকান্ত দাশ (২৮), বিশ্বজিৎ গুপ্ত (৪২), রাজেশ চৌধুরী (২৮) এবং হৃদয় দাস (২৫)। একই মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

জানা যায়, চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। এ ছাড়া তিনি পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের’ ব্যানারে কর্মসূচি পালন শুরু করে। নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। কয়েক দিন আগে এই জোট আট দফা দাবিতে রংপুরে সমাবেশ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও জামিন শুনানি হবে চিন্ময় দাসের

মেয়েদের যেসব গুণ দেখে বিয়ে করতে বলেছেন মহানবী

শ্রম অধিকারের দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জগুলো সমাধান জরুরি : মার্কিন প্রতিনিধি দল

আমরা ছাত্রদের কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা

চিন্ময়কে গ্রেপ্তারের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

হোয়াইট হাউজে ঢুকেই নতুন যুদ্ধের দামামা বাজাবেন ট্রাম্প

গণকবরস্থানের টাকাও আত্মসাৎ!

এক স্থানেই দুই স্মৃতিসৌধ, ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা

সুদের ওপর টাকা নিয়ে বাড়িছাড়া সাঘাটার আজাদ

প্রত্যাশা অনুযায়ী জনগণ গণমাধ্যমের সহায়তা পাচ্ছে না : উপদেষ্টা নাহিদ

১০

রোহিঙ্গা শিবির পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি

১১

মালয়েশিয়ায় অভিবাসন নিয়ে নতুন দুই পদক্ষেপ

১২

রিমান্ড শেষে ফের কারাগারে কামরুল ইসলাম

১৩

রোনালদোকে অভিনন্দন জানালেন ইলন মাস্ক

১৪

বরিশাল আইএইচটির ছাত্রাবাস থেকে ৮ শিক্ষার্থী বহিষ্কার

১৫

হেলিকপ্টারে করে রংপুরে পৌঁছালেন উপদেষ্টা আসিফ

১৬

প্রেসার কুকারের কঠিন দাগ দূর করুন নিমিষেই

১৭

সাংবাদিক কল্যাণ ট্রাস্টে একাধিক পদে নিয়োগ

১৮

সামেকে কেনাকাটা না করেই ৬ কোটি টাকা আত্মসাৎ

১৯

দিনাজপুরে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে

২০
X