চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

থানাকে জনগণের আস্থার জায়গায় পরিণত করতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি : কালবেলা
চট্টগ্রামে মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি : কালবেলা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, থানাকে জনগণের আস্থার জায়গায় পরিণত করতে হবে। জনগণ যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে যে কোনো সমস্যায় থানায় যেতে পারে ও উপযুক্ত সেবা পায়- থানার পরিবেশ ও কার্যক্রম সেভাবে রূপান্তর করতে হবে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগরীর দামপাড়া পুলিশ লাইনে সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, যানজট নিরসনসহ বিভিন্ন অপরাধ দমনে কমিউনিটি পুলিশিংকে জোরদার করতে হবে। ইতোমধ্যে ডিএমপি এলাকায় ৭০০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে নিয়োগ দেওয়া হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য যারা ট্রাফিক নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত ছিল তাদের আগ্রহী সদস্যদের বয়সসীমা বেধে দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে লাগানোর চিন্তাভাবনা চলছে।

তিনি বলেন, প্রতিটি মহানগরীর যানজট নিরসনে সভা-সমাবেশের জন্য মুক্তাঙ্গন নির্দিষ্ট করে দিতে হবে। ইতোমধ্যে ঢাকা মহানগরীতে সভা-সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। একইভাবে চট্টগ্রামসহ অন্যান্য মহানগরীর জন্য মুক্তাঙ্গন ঠিক করে দিতে হবে যাতে যানজট হ্রাস পায়। তিনি এ সময় মেট্রোপলিটন এলাকায় অনুমতি ছাড়া সভা-সমাবেশ করা যাবে না মর্মে নির্দেশনা প্রদান করেন।

লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, আদালত থেকে রায় পেয়ে অনেক শীর্ষ সন্ত্রাসী জামিন পেয়েছে। এসব অপরাধী পুনরায় অপরাধে লিপ্ত হলে সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করতে হবে এবং কঠোর নজরদারিতে রাখতে হবে। সোশ্যাল মিডিয়ার অপপ্রচারসহ বিভিন্ন সাইবার অপরাধও বেড়ে যাচ্ছে। এ ব্যাপারেও সজাগ থাকতে হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।

উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। তবে হয়তো সেটা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী খুব সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি। তিনি এ সময় পুলিশকে রাষ্ট্রীয় দায়িত্ব সুচারুভাবে পালন ও প্রোটকল ডিউটি কমিয়ে আনার নির্দেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে ভয়াবহ দূষণ : একদিনের বাতাসে ৪৯টি সিগারেটের সমান ক্ষতি!

মেজাজ হারালেন তাপসী

ষড়যন্ত্র থেমে নেই : লায়ন ফারুক

চার ঘণ্টা পর ফিরে এলেন পলকের এপিএস

নবায়নযোগ্য জ্বালানি তিনগুণ বৃদ্ধিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান

বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

‘মেজর জলিলের স্বাধীনতা সংগ্রামকে আমরা ভুলে যেতে পারি না’

 ইউএনএফপিএর সংলাপ / বাংলাদেশ সর্বাধিক দুর্যোগপ্রবণ দেশ হিসেবে চিহ্নিত

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে : লেবাননের হ্যাঁ, নেতানিয়াহুর না

আ.লীগের আমলে মানুষের জীবনের নিরাপত্তা ছিল না : নয়ন

১০

মাওলানা সাদ কান্ধলভীকে ভিসা দেওয়ার দাবি হেফাজত নেতার

১১

হাসিনা কথা শুনলে পালাতে হতো না : আবদুস সালাম

১২

যে একাদশ নিয়ে পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা

১৩

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১০৫২ জন

১৪

জাবিতে রিকশার ধাক্কায় ছাত্রী নিহত, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৫

ঠাকুরগাঁও ক্রিকেট একাডেমিতে ক্রীড়াসামগ্রী বিতরণ

১৬

‘পাঠ্যবইয়ে ওয়াসিমের কথা তুলে ধরা প্রয়োজন’

১৭

ইবিতে র‌্যাগিংয়ের ঘটনায় তদন্ত কমিটি, মামলা

১৮

সাংবাদিক গোলাম মোর্তোজাকে যুক্তরাষ্ট্রে প্রেস মিনিস্টার নিয়োগ

১৯

জেলের জালে মিলল ১৪ কেজির পাঙাশ

২০
X